শরিয়তপুর জেলা সমিতির বলোনিয়া ,ইতালি অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২২

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২২ | আপডেট: ৮:০৩:অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২২

উৎসবমূখর পরিবেশে ইতালির বলোনীয়ায় শরিয়তপুর জেলা সমিতির বলোনিয়ার সদস্যদের স্থানীয় এক কমিউনিটি হলে স্বতস্ফূর্ত উপস্থিতিতে নবনির্বাচিত ২০২২/২০২৩ কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও মিলন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান আহ্বায়ক বিল্লাল হোসেন তপাদারের সমন্বয়ে সাবেক সভাপতি জুয়েল মোল্লার সভাপতিত্বে আলি রাজের মনমুগ্ধকর উপস্থাপনায় নতুন কার্যকরী পরিষদের সভাপতি আবুল কামাল হাওলাদার , সিনিয়র সহ-সভাপতি শাহ সামিম আহমেদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলাউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মাহবুব সরদারকে সহ নতুন কার্যকরী পরিষদ 2022/2023 ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।এবং সকল নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।

 

সভাপতি আবুল কালাম হাওলাদার, সিনিয়র সহ সভাপতি শাহ শামীম আহমেদ, সহ-সভাপতি মনির বেপারী, সহ-সভাপতি তৌহিদ মীর, সহ সভাপতি শাহজাহান, সহ-সভাপতি সুমন দেওয়ান, সহ সভাপতি সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মান্নান বেপারী, সহ সভাপতি আলমগীর বেপারী, সহ-সভাপতি মুকুল, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলাউদ্দিন, সহ সাধারণ সম্পাদক আলী রাজ, সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শোহাগ, সহ সাধারণ সম্পাদক বিপ্লব হাওলাদার, সহ সাধারণ সম্পাদক বাবুল খান, সাংগঠনিক সম্পাদক মাহবুব সরদার,সাংগঠনিক সম্পাদক সোহেল হালাদার, সাংগঠনিক সম্পাদক জনি সরদার, সাংগঠনিক সম্পাদক জাকির খান, দপ্তর সম্পাদক জেবুল হাওলাদার, ক্রীড়া সম্পাদক রাজিব হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক আলী মল্লিক, ধর্মবিষয়ক সম্পাদক বাদল বেপারী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা রুনা আক্তার, আন্তর্জাতিক সম্পাদক মাহবুব মল্লিক, সমাজকল্যাণ সম্পাদক বাবলু সিকদার, প্রচার সম্পাদক দেলোয়ার ছৈয়াল, সহ প্রচার সম্পাদক রুবেল হোসেন, অর্থ সম্পাদক রাজন খাঁন। সম্মানিত সদস্য হলেন বিল্লাল তফাদার, জুয়েল মোল্লা, মঈন আহমদ, মনজুর আলম, মিয়া মান্নান, শেখ আলমগীর, বিল্লাল শিকদার, খোকন মাদবর, সিপন মুন্সী, তাজুল খান, ইকবাল হোসেন, মোঃ মিয়া রাজিব, সেলিম বেপারী, মাসুদ খান, আজাদ ঢালি, জহিরুল ইসলাম রনি, আসিফ রহমান, মোঃ সাকিব, স্বপন বেপারী এবং নায়িম শাহ্ ।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন আঞ্চলিক সমিতির ও রাজনৈতিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ীগন সহ বলোনীয়া অন্যান্য পরিবারের সদস্য ৷ বিশেষ অতিথি ছিলেন গ্রাজিয়ানু ফেরারি, প্রেসিডেন্ট কাজা দি করত্তিয়েরে জরজো কস্তা সবশেষে বিশেষ আকর্ষণ ছিলো বিটিএস আর্মি ফ্যান জারা হাওলাদারের মন মাতানো নৃত্য ও বাংলাদেশ থেকে আগত শিল্পী করুনা হাওলাদার, মানসিব এবং ইলিয়াস বেস গিটার ইতালি বলোনিয়া তাদের মন মাতানো সুরের মূর্ছনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকলের উপস্থিতি ও সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছে।