বার্মিংহামে ছাহেব কিবলাহ ফুলতলীর ইছালে ছওয়াব অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩ | আপডেট: ৬:৪২:অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩

আহমেদ কাবির :  খতমে খাজেগান,ওয়াজ ও দোয়া মাহফিল এবং স্মৃতিচারণমুলক আলোচনা আয়োজনের মাধ্যমে বার্মিংহামে পালিত হয়েছে বাংলাদেশসহ উপমহাদেশের প্রখ্যাত আলেম হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রঃ)-এর ইছালে ছওয়াব মাহফিল। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা আঞ্জুমানে আল ইসলাহের বিপুল সংখ্যাক নেতা-কর্মী,বিভিন্ন মসজিদের ঈমাম,খতিব ও ইসলামিক স্কলারসহ কমিউনিটির নানাজনের উপস্থিতিতে গত ২৭ ডিসেম্বর মঙ্গলবার বার্মিংহামের সিরাজাম মুনীরা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে এই ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। সিরাজাম মুনীরা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের অন্যতম পরিচালক আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইছালে ছওয়াব মাহফিলে সভাপতিত্ব করেন প্রতিষ্টানের প্রিন্সিপাল প্রখ্যাত ইসলামিক স্কলার সায়্যিদ শায়িখ ফাদি যুবা ইবনে আলী। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে যুক্তরাজ্য সফররত মিশরের প্রখ্যাত আলেমে দ্বীন সায়্যিদ শায়িখ আহমেদ সাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আনজুমানে আল ইসলাহ যুকত্রাজ্যের সভাপতি মাওলানা নজরুল ইসলাম,যুক্তরাজ্য সফররত বাংলাদেশের সৎপুর দারুল হাদীস কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মুহাম্মদ নোমান,দারুল হাদীস নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী, লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের বার্মিংহামের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান ও দারুল হাদীস লন্ডনের মুহাদ্দিস মাওলানা আশরাফুর রহমান প্রমূখ। ইছালে ছওয়াব মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজাম মুনিরা জামে মসজিদের পরিচালক আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী,আলহাজ্ব জসিম উদ্দিন,শাহজালাল জামে মসজিদ কভেন্ট্রির চেয়ারম্যান আলহাজ্জ মুতাচ্ছিম আলী সিতু মিয়া,নর্থাম্পটনের বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্জ আব্দুর রহীম,আনজুমানে আল ইসলাহ ইউকের লন্ডন ডিভিশনের সহ সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস,হাফিজ মাওলানা করিমুল ইসলাম, আহলুল মুহাব্বাহ ইউকের পরিচালক কারী মুহাম্মদ মাহফুজ,মাওলানা রুহুল আমীন(লিটন),মাওলানা হুসাম উদ্দিন আল হুমায়দী,মাওলানা আখতার হোসাইন জাহেদ, মাওলানা নুরুজ্জামান,মাওলানা মাসুম আহমদ,হাফিজ মোঃ দেলওয়ার হাসান সুমন,হাফিজ মাওলানা শামসুল আলম,কারী আহমদ আলী,মাওলানা দুলাল নূর,হাফিজ সুহেল আহমদ ও মাওলানা লিয়াকত হোসেন প্রমূখ। সবশেষে বাংলাদেশসক বিশ্ব মুসলীম কমিউনিটির সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মিলাদ দোয়া ও মাহিফল অনুষ্ঠিত হয়।