বার্মিংহামে আই‘স ফর বাংলাদেশের আত্মপ্রকাশ

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ | আপডেট: ১০:০৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩

আহমেদ কাবির : বাংলাদেশের নানা উন্নয়ন – সম্ভাবনা- সাফল্য কিংবা অসঙ্গতি বিশেষ করে পজেটিভ বিষয়গুলো প্রবাসের সর্বস্থরে বিশেষ করে নতুন প্রজন্মের ব্রিটিশ বাঙালীদের কাছে তুলে ধরার প্রয়াসে যুক্তরাজ্যের বার্মিংহামে আই‘স ফর বাংলাদেশ শীর্ষক একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘঠেছে। কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবিদের উপস্থিতিতে গত ১৫ ফেব্রুয়ারী বার্মিংহামের স্মলহীথের কভেন্ট্রি রোডের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে আনুষ্টানিকভাবে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘঠে। কমিউনিটি নেতা আলহাজ্ব কবির উদ্দিনের সভাপতিত্বে ও আই‘স ফর বাংলাদেশ ইউকে সংগঠনের অন্যতম উদ্যোক্তা জুবের আলমের সঞ্চালনায় অনুষ্টিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ক্যামব্রিজের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকছুদ মিয়া। বার্মিংহাম বাংলা মেলার সাধারণ সম্পাদক জয়নাল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু,ক্যামব্রিজের বিশিষ্ট কমিউনিটি নেতা ফয়সাল মিয়া,প্রতিভা ফ্রেন্ডস সোসাইটির সহ-সভাপতি বুলন চৌধুরী,বার্মিংহাম আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমদ,কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম,ফ্রেন্ডস অফ কনজারভেটিভ পার্টি নেতা মোহাম্মদ ওয়াসিমুজ্জামান,সিনিয়র সাংবাদিক নাসির আহমদ শ্যামল,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম বেলাল,বিঅন টিভি ইউকের হেড অফ প্রোগ্রামস রিয়াদ আহাদ,সিলেট স্পোটিং ক্লাবের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন কাজী,বাংলা কাগজের ষ্টাফ রিপোর্টার হাফিজ আহমেদ ক্বাবির,ফ্রেন্ডস অফ বাংলাদেশী লেবার পার্টির সহ-সভাপতি আশিক মিয়া,ব্রিটিশ বাংলাদেশী ইয়াং ট্যালেন্ট এওয়ার্ড এর অন্যতম পরিচালক জুহার আলম মাহী,হবিগঞ্জ সোসাইটির সহ-সভাপতি মাজেদুল হক মিন্টু,জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মনসুর আহমেদ,জাতীয় যুব-সংহতি বার্মিংহামের সভাপতি আকমল হোসেন,বার্মিংহাম শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসিব উদ্দিন মতিন,আব্দুর রহমান চৌধুরী ট্রাষ্টের চেয়ারম্যান আবু হায়দার চৌধুরী সুইট,স্পেনিস বাংলাদেশী কমিউনিটি নেতা এমদাদুল হক লাভলু,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সৈয়দ হোসেন আহমদ,সোহেল চৌধুরী,যুক্তরাজ্য ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক রাজু আহমদ,গ্রেটার মিডল্যান্ডস ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম,ওয়ালসল ক্যারেম ফেডারেশনের চেয়ারম্যান আবুল কালাম কয়েস,ব্যবসায়ী সাহিদুর রহমান,মুদাব্বির দুলু,জাহাঙ্গীর আলম,মুক্তি ৭১ এর লোকমান হাকিম,আশিক মিয়া,শাহজাহান খান,ওয়াহিদ আহমদ,লাবলু মিয়া,সুয়েব আহমদ প্রমূখ।

সুধী সমাবেশে আই‘স ফর বাংলাদেশের উদ্যোক্তারা তাদের সংগঠনের মাধ্যমে বৃটেনের মুলধারায় বাংলাদেশের ভাবমুর্তিকে আরো উজ্জ্বল করার প্রয়াসে দল মত নিবিশের্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তারা স্মার্ট বাংলাদেশ, বিউটি ফর বাংলাদেশসহ নানাভাবে বাংলাদেশকে উপস্থাপন করে প্রবাসীদের দেশের বিষয়ে আগ্রহী করবেন বলেও জানান।