একুশের প্রথম প্রহরে ‌মাহতাব-আলমগীরের নেতৃত্বে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইতালি আওয়ামী লীগ

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৩ | আপডেট: ১১:৫৭:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৩
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

 

মহান শাহীন দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোমে স্থায়ী শহীদ মিনারে ইতালি আওয়ামী লীগ পুস্পস্তবক অর্পণ করে।

 

 

 

 

 

বাংলাদেশ সময় ১২টা ০১মিনিটে একুশের প্রথম প্রহরেই দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান পুস্পস্তবক অর্পণ করেন। এর পরেই ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

 

 

এই সময় আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কে এম লোকমান হোসেন, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারি, ইতালি আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুর রব ফকির, নজরুল ইসলাম মাঝি, হাজী মোঃ জসিমউদ্দিন, সহ সভাপতি লুৎফর সরদার আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু সহ যুবলীগ ইতালি শাখা, ভেনিস আওয়ামী লীগ, আওয়ামী নারী সমর্থক, রোম মহানগর ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

প্রবাস থেকেও গৌরবের ও ত্যাগের এই বাংলা ভাষাকে সমুন্নত রাখতে সবাইকে কাজ করে যাওয়ার আহ্বান জানান তারা।