বার্মিংহামে বাংলাদেশী সহকারী হাইকমিশনের স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

প্রকাশিত: ৮:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২৩ | আপডেট: ৭:৩৮:পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৩

আহমেদ কাবির : বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এক সুধী সমাবেশ আয়োজন করেছে বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশন। বার্মিংহাম ও তার পার্শ্ববর্তী বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির নানা শ্রেনী-পেশার প্রবাসী বাঙালী এবং বৃটিশ মুলধারার স্থানীয় নানা শীর্ষজনদের উপস্থিতিতে গত ২৬ মার্চ বার্মিংহামের আষ্টনের একটি বানকুয়েটিং হলে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আগত সকল অতিথিদের স্ব-স্ত্রীক স্বাগত জানান বারমিংহামের বাংলাদেশী সহকারি হাইকমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান।বাংলাদেশ ও যুক্তরাজ্যের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া সুধী সমাবেশ সঞ্চালনায় ছিলেন সহকারী হাইকমিশনের কনস্যুলার র্স্বনালী চন্দ। এতে অতিথি হিসেবে যোগ দেন ওয়েষ্ট মিডল্যান্ডসের মেটরো মেয়র এ্যানডি স্ট্রিট ও বৃটেনের রাজার প্রতিনিধি লরড লেফটেন্যান্ট ডেভিড টমসন।সুধী সমাবেশে বাংলাদেশের আর্ত সামাজিক নানা উন্নয়ন সম্ভাবনা নিয়ে বাংলাদেশ এবং বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ প্রামান্যচিত্র প্রদর্শন করা ছাড়াও স্বাধীনতা দিবসের কেক কাটা এবং সকল শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত ও বাংলাদেশের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।