চুনারুঘাটে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি শান্তি পদক’ সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফ্রি মেডিকেল অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২৩ | আপডেট: ৮:০১:অপরাহ্ণ, জুন ৩, ২০২৩
এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তি সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফ্রি মেডিকেল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ মে)সকালে এ উপলক্ষে বাসুদেব কমিউনিটি ক্লিনিকে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক এর উপস্থিতিতে শিশু বিশেষজ্ঞ  ডাক্তার হুমায়ন কবির,মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অরুণা দাস,
অর্থোপেতিক বিশেষজ্ঞ ডাক্তার  মাসুদুর রহমান ফ্রি মেডিকেল ক্যাম্পিং এ চিকিৎসা সেবা প্রদান করেন।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পিং স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে চিকিৎসা সেবা গ্রহণ করায় সকল ধন্যবাদ জানান উপজেলা স্বাস্থ্যসেবা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক।
তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘জুলিও কুরি’
শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষে উক্ত সেবা প্রদান করা হচ্ছে দেশব্যাপী।আমাদের তত্বাবধানেও উপজেলায় উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পিং সেবা চলমান রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন কমিউনিটি ক্লিনিক হাসপাতালে চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারী গণ।