শোক সংবাদ – বার্সেলোনার শ্রী রাধা বিনোধ দেব

প্রকাশিত: ৬:৩২ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২৩ | আপডেট: ৬:৩২:পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২৩

স্পেন ব্যুরো অফিস : স্পেনের বার্সেলোনায় সর্বপ্রথম বসবাস শুরু করা বাংলাদেশী,বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব শ্রী রাধা বিনোধ দেব গত ২৮ জুন বুধবার রাত ২টা ২০ মিনিটে বার্সেলোনার মারেস মে দে মার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর দেশের বাড়ী মৌলভীবাজার জেলার সদর উপজেলায় শামর কোনা গ্রামে। তিনি সত্তুর দশকের শেষ দিকে স্পেনের বার্সেলোনায় এসে প্রথম বাঙালী হিসেবে বসতি শুরু করেন। শ্রী রাধা বিনোধ দেব প্রবাসী বাঙালী বিশেষ করে স্পেনে নতুন আসা বাঙালীদের নানাভাবে সহযোগিতা করতেন এবং বার্সেলোনার বাঙালীদের আর্ত সামাজিক উন্নয়নে নানাভাবে কাজ করে গেছেন। শুক্রবার বিকাল ৩টায় বার্সেলোনার মনজুইকে তাঁর অন্তষ্টীক্রিয়া অনুষ্টিত হবে। এতে তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।