ওয়ালসলের মসজিদে উসমানে কোরআন প্রতিযোগিতা

প্রকাশিত: ৭:০২ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২৩ | আপডেট: ৭:০২:পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২৩

জয়নাল ইসলাম ঃ প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের মুসলীমদের মধ্যে পবিত্র কোরানের আলো ছড়িয়ে ইসলাম ও দ্বীনের বিষয়ে আগ্রহী করা লক্ষ্যে বার্মিংহামের পার্শ্ববতী শহর ওয়ালসলের মসজিদে উসমানে এক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজমতে কোরআন ফাউন্ডেশন,মসজিদে উসমান ও উলামা কাউন্সিলের যৌথ উদ্যোগে এগারো,আঠারো ও পচিশ জুন তিন দিন ব্যাপি অনুষ্টিত এই প্রতিযোগিতায় তিনটি বিভাগে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সাত বছর থেকে আঠারো বছর বয়সী পচাশিজন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষার্থী,তাদের অভিভাবক ও কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে পচিশ জুন রোববার অনুষ্ঠিত হয় চুড়ান্ত পর্ব। এতে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে সারিম চৌধূরী,দ্বিতীয় স্থান আব্দুল্লাহ কারা আর তৃতীয় স্থান অধিকার করে শাহমুদ কাপাডিয়া। দ্বিতীয় বিভাগে প্রথম হোন ইব্রাহিম নানা,দ্বিতীয় ছিলেন মোহাম্মদ সায়্যিদ নানা আর তৃতীয় হোন উবায়েদ উল্লাহ ঝীনা। তৃতীয় বিভাগে প্রথম স্থান অধিকার করেন ওয়াক্বীল রাহমান দ্বিতীয় হোনা রায়হান আহমদ আর তৃতীয় স্থান অধিকার করেন মাহদি আহমদ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ক্বারী আব্দুল্লাহ আল মামুন,ক্বারী ইউসুফ ও ক্বারী ছাদি। প্রতিযোগিদের মধ্যে নগদ অর্থ,বিশেষ সম্মননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। পুরুষ্কার বিতরণী অনুষ্টানে মসজিদে ওসমানের পরিচালনা কমিটির সভাপতি হাজী নুর মিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মাওলানা আব্দরু রব ফয়াজী,মুফতি তাজুল ইসলাম,মাওলানা ইব্রাহিম, আব্দুল শহিদ ও কবি মোহাম্মদ মুফিদুল গনি মাহতাব প্রমূখ। পুরো আয়োজনে সার্বিক তত্বাবধানে ছিলেন ক্বারী মাওলানা মোদ্দাছির আনোয়ার,মাওলানা নুরে আলম হামিদী,মাওলানা সালাহ উদ্দীন,হাফিজ মাওলানা রেদওয়ান হোসেনসহ অন্যান্যরা।

Gani Baiii