বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের প্রজেক্টের উদ্বোধন

প্রকাশিত: ৭:০৭ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২৩ | আপডেট: ৭:০৭:পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২৩

আহমেদ সুহেল ঃ কমিউনিটির মানুষদের সংশ্লিষ্টতায় প্রতিষ্টানের পুর্বের বিভিন্ন প্রকল্প উদযাপন এবং চলমান নানা প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার বার্মিংহামের উদ্যোগে সমাজ সেবা মূলক কাজের পরিচিতি নিয়ে পজেটিভ চয়েস শীর্ষক একটি উদ্বোধনী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার প্রবাসীদের উপস্থিতিতে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের হলরুমে এই উদ্বোধনী অনুষ্টান অনুষ্টিত হয়। এতে শিশু কিশোর,নারী পুরুষ এবং বিশেষ করে বয়স্ক মানুষদের নানা বিষয়ে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের উদ্যোগে বেশ কটি ইতিবাচক প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানানো হয়। বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহ্বাজ নাসির আহমদের সভাপতিত্বে ও সেন্টারের ম্যানেজার মোঃ এমদাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি ফান্ডের সিনিয়র কর্মকর্তা গেরাল্ড নেম্বহার্ড,ক্রিস ডেইর,প্রতিষ্টানের ডাউরেক্টর কামরুল হাসান চুনু,ফয়জুর রহমান চৌধুরী এমবিই,কাজী আঙ্গুর মিয়া,আনা মিয়া,মাহবুব আলম মাখন,আব্দুল রশিদ ও আব্দুল মঈন চৌধুরী সুমন প্রমুখ। অনুষ্টানে ফুড হাইজিন ও ফুড সেফটি ট্রেইনিং কোর্স সম্পন্ন করাদের মধ্যে লেভেল-টু কোর্স ও ফাস্ট এইডের সনদপত্র প্রদান করা হয়।