বার্মিংহামে নবীগঞ্জের নাদানপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনমিলনী

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩ | আপডেট: ৬:২১:অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩

আহমেদ কাবির : যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাথগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী নাদানপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীদের নিয়ে বার্মিংহামে প্রথমবারের মতো এক পুনমিলনী অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে বসবাসরত শিক্ষা প্রতিষ্টানটির বিপুল সংখ্যাক সাবেক ছাত্র-ছাত্রী,ইনাথগঞ্জের বিভিন্ন প্রবীন ব্যক্তিত্ব ও কমিউনিটির নানা নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ২৪ সেপ্টেম্বর বার্মিংহামের আষ্টনের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই পুনমিলনী অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র আবুল কাশেমের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া পুনমিলনীতে সাবেক ছাত্র এস এ মিলাদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র আব্দুল কাইয়ুম। পুনমিলনীতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নাদানপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাকালীন প্রধান শিক্ষক আব্দুল কালাম আজাদ। এসময় তিনি তাঁর শিক্ষা প্রতিষ্টানের সাবেক শিক্ষার্থীদের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেলাল আহমেদ,শিপু আহমেদ,হেলাল আহমেদ,মাসুম আহমেদ,আবুল মিয়া,দেলোয়ার হোসেইন,আল আমিন,কাশেম,শামিম আহমেদ প্রমূখ। পুনমিলণীতে যোগ দেওয়া সাবেক ছাত্র-ছাত্রীরা নিজেদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে ভবিষ্যতে এধরনের আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।