বার্মিংহামে মৌলভীবাজারের রহমান গ্রুপের পরিচালক মনোয়ার আহমেদ সংবর্ধিত

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫ | আপডেট: ১:৫৭:পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

আহমেদ কাবির : যুক্তরাজ্য সফররত মৌলভীবাজার রহমান গ্রুপের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক মনোয়ার আহমেদকে সংবর্ধনা দিয়েছে বার্মিংহামের ফ্রেন্ডস ক্লাব। মনোয়ার আহমেদের বন্ধু-স্বজনসহ কমিউনিটির বিভিন্নজনের উপস্থিতিতে গত ৩ নভেম্বর বার্মিংহামের সুটন কর্টফিল্ডের একটি রেষ্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনায় যোগ দিয়ে মনোয়ার আহমেদ তাকে সংবর্ধিত করায় ফ্রেন্ডস ক্লাব এর সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সকলের সহযোগিতা পেলে মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান হিসেবে প্রার্থী হবার প্রত্যয় ব্যক্ত করেন। সংবর্ধনার শুরুতে ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে মনোয়ার আহমেদকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব চৌধুরী সুমন আর সঞ্চালনায় ছিলেন ওয়ালসল স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিঅন টিভি ইউকের হেড অফ প্রোগ্রামস রিয়াদ আহাদ ও বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম।   বক্তব্য রাখেন আই অন টিভি ইউকের প্রতিনিধি লোকমান হোসেন কাজী,প্রিয়া রেষ্টুরেন্টের স্বত্বাধীকারী কামাল আহমেদ,রেডিসের বাঙালী কমিউনিটি ব্যক্তিত্ব হেলাল চৌধুরী,ইকরা বাংলার প্রতিনিধি সারোয়ার আহমেদ,এখলাছুর রহমান,মঞ্জু রহমান,শিপু হোসেন,জামিল বদরুল,তাজুল ইসলাম,আজমানুর রহমান,সিলেট স্পোর্টিং ক্লাবের সম্পাদক আবুল কালাম কয়েছ প্রমূখ। সংবর্ধনা শেষে অসুস্থ্য বিভিন্নজনের রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন র্ডালষ্টনের দারুস সুন্নাহ জামে মসজিদের ঈমাম হাফিজ নোমান আহমেদ।

https://www.facebook.com/reel/840156055066321