ফিলিস্তিনে গণহত্যা এবং কাশ্মিরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বার্মিংহামে Revulation of Humanity এর বিক্ষোভ

আহমেদ সুহেল ঃ ফিলিন্তিনে অসহায় মুসলমানদের নৃশংস গণহত্যা এবং ভারতের কাশ্মিরের মুসলমানদের উপড় অকথ্য অত্যাচার নির্যাতনের প্রতিবাদে যুক্তরাজ্যের বার্মিংহামে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যাক ধর্মপ্রান মুসলমান ও কমিউনিটির বিভিন্ন মুসলীম সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে শনিবার বার্মিংহামের লজেলসে Revulation of Humanity এর উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশ থেকে এই জুলুম অত্যাচারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধ করার দাবী জানানো হয়। Revulation of Humanity এর সভাপতি নুফায়েজ রাইয়ানের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আনহারুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহামের লজেলেসের উইল ষ্ট্রীট জামে মসজিদের খতিব মৌলানা হুসাম উদ্দিন আল হুমাইদি,মৌলানা আব্দুল মোমিন,কমিউনিটি নেতা আব্দুল খালিক, বার্মিংহাম আনজুমানে আল ইসলাহর সাধারণ সম্পাদক হাফিজ রুমেল আহমেদ, সাহেদ আহমেদ,আব্দুল মুকিত,জুবায়ের আহমেদসহ অন্যান্যরা। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা ইসরাইলী পণ্য বয়কটেরও আহবান জানান।