তালি কেন্দ্রীয় যুবদলের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত: আগামী নির্বাচনে পূর্ণ উদ্যোমে মাঠে থাকবে যুবদল: গণি–ফারুক

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫ | আপডেট: ১১:০৮:পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫

মিনহাজ হোসেন, ইতালি:

 

ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন কেন্দ্রীয় যুবদলের ইতালি শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। রোমে অনুষ্ঠিত সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভায় প্রবাসীদের অধিকার, ভোট প্রক্রিয়া ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইতালি যুবদলের নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন গণি, এবং পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ওমর ফারুক। নেতারা বলেন, “দেশনায়ক তারেক রহমান প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর নির্দেশনায় দলীয়ভাবে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

নেতাকর্মীরা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন| সুতরাং ভোটাধিকার তাদের সাংবিধানিক অধিকার, এবং বিএনপি এ বিষয়ে সুস্পষ্ট অবস্থানে আছে।

 

 

সভায় প্রবাসীদের সমস্যা, ভোটাধিকার, রাজনৈতিক প্রেক্ষাপটসহ নানা বিষয় নিয়ে আলোচনা ও মতামত তুলে ধরেন যুবদল নেতারা।

নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলকে আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে এগিয়ে যেতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে যুবদল মাঠে প্রস্তুত থাকবে।”

অনুষ্ঠান শেষে ইতালি বিএনপির শীর্ষস্থানীয় নেতারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং সৌজন্য সাক্ষাতে মিলিত হন।