আহমেদ কাবির : চলতি বছর জিসিএসই ও এ লেভেলে ভালো ফলাফলকারী এবং গ্রামার স্কুলে সুযোগপ্রাপ্ত মেধাবী বাঙালী শিক্ষার্থীদের সম্মাননা এওয়ার্ড ও সনদ প্রদান করেছে বার্মিংহাম বাংলাদেশ কাউন্সিল। বার্মিংহামের লর্ড মেয়র,বিভিন্ন কাউন্সিলর,কমিউনিটির বিভিন্ন স্থরের মানুষের উপস্থিতিতে গত ৩০ নভেম্বর বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে বাংলাদেশী কমিউনিটির প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই সম্মাননা এওয়ার্ড ও সনদ প্রদান অনুষ্টান অনুষ্ঠিত হয়। এতে বার্মিংহাম ও তার পার্শ্ববর্তী বিভিন্ন শহরে থাকা মেধাবী বাঙালী শিক্ষার্থীদের মধ্যে যারা জিসিএসই ও এ লেভেলে ভালো ফলাফল অর্জন করেছেন এবং যারা গ্রামার স্কুলে লেখাপড়ার সুযোগ পেয়েছেন এমন ৩১ জন কৃতি শিক্ষাথীদের এই সম্মাননা এওয়ার্ড ও সনদ প্রদান করা হয়। এছাড়া কমিউনিটিতে অনবদ্য ভ‚মিকার জন্য কমিউনিটি এক্টিভিষ্ট ও সাংবাদিক এ এইচ এম আশরাফ আহমেদ ও বাংলাদেশ কাউন্সিলের সাবেক কোষাধ্যক্ষ মরহুম আব্দুল মোতালিবসহ দুজনকে মরনোত্তর এবং বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যন আলহাজ্ব আ ফ ম কামরুল হাসান চুনু কমিউনিটি এক্টিভিষ্ট মোহাম্মদ আবু সুফিয়ানসহ চারজনকে বিশেষ সম্মাননা স্বরুপ কমিউনিটি এওয়ার্ড প্রদান করা হয়। বার্মিংহাম বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আলম চৌধুরী মাখনের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক আব্দুল এম চৌধুরী সুমন ও যুগ্ম সম্পাদক গুলজার আহমেদ ফয়ছলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সম্মাননা এওয়ার্ড ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বার্মিংহামের লর্ড মেয়র কাউন্সিলর জাফর ইকবাল এমবিই। সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ কাউন্সিলের কোষাধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন,সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ রাজু,মোহাম্মদ ফখর উদ্দিন,যুগ্ম কোষাধ্যক্ষ আনহার আলী,নির্বাহী সদস্য আব্দুল কাইয়ুম,আব্দুল কাদিও আবুল ও আবুল মনজুর সালেহ। অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহামের বাঙালী দুই কাউন্সিলর সাদেক মিয়া শামসু ও কাউন্সিলর মমতাজ হোসেন,বাংলা কাগজের সেক্রেটারী আলহাজ্ব খসরু খান,বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের সেক্রেটারী আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই,গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফিরোজ খান,মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডসের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু,এস কে চার্টার একাউন্টেন্ট এর পরিচালক কবীর খান.লজেলস থেকে আসন্ন স্থানীয় নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী একাউন্টেন্ট তাজ উদ্দিন,বাংলা কাগজের উপদেষ্টা ফিরোজ রাব্বানী,বাংলাদেশ কালচারাল সোসাইটি মিডল্যান্ডসের সভাপতি তৌফিকুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য বাংলাদেশ কাউন্সিলের এই বাৎসরীক একাডেমিক এওয়ার্ড অনুষ্টানের এবারের আয়োজনটি ছিলো সতেরোতম।

