সুনামগঞ্জে বন্যায় সহায়তা কর্মসূচির পর্যালোচনা সভা

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২ | আপডেট: ৯:১৩:অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২

সুনামগঞ্জ ব্যুরো প্রধান :
২০২২ সালের উত্তর পূর্বাঞ্চল (হাওর) বন্যায় জরুরী মানবিক কর্মসূচির গ্যাপ পর্যালোচনা বিষয়ক দিনব্যাপী কর্মশাল্লা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে শহরের কাজির পয়েন্টে একটি অভিজাত গেস্ট হাউজে উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ ও এ্যাফরট ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) এবং নিড এসেসমেন্ট ওয়াকিং গ্রæপের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান এ্যাফরট ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)’র নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচারক মোহাম্মদ জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা ইকবাল, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আউয়াল ভূইঁয়া।

এ্যাফরট ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)’র জরুরী সহায়তা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. কামরুজ্জামানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, নরজিয়ান রিফিউজি কাউন্সিল(এনআরসি) কো-অর্ডিনেটর মো. গোলাম মেহেদী, কেয়ার বাংলাদেশের সুবর্না প্রকল্পে সমন্বয়ক মো. ফোয়াদ উর রাব্বি, ব্র্যাকের জেলা সমন্বয়ক আবুল কালাম আজাদ, স্যাভ দ্য চিল্ড্রেনের মিজানুর রহমান, ইসলামিক রিলিফের শামছুল আলম, ঢাকা আহসানিয়া মিশনের নাজমুন নাহার, পদ্মার নির্বাহী পরিচালক মো. সাজ্জাদুর রহমান প্রমুখ।