জগন্নাথপুরে ২১শে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৩ | আপডেট: ৯:৫৯:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৩

জগন্নাথপুর প্রতিনিধি:

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যথাযত মর্যাদায় অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূধন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ প্রমুখ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত প্রমুখ। এরআগে সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনসভা ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। এছাড়া শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়েছে।