বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগ পোল্যান্ড শাখার আয়োজনে আলোচনা সভা

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩ | আপডেট: ১০:০১:অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগ পোল্যান্ড শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পোল্যান্ডে অবস্থিত বঙ্গবন্ধুর আদর্শের নেতৃবৃন্দ কেক কেটে এর জন্মবার্ষিকী উদযাপন করে।

বিশিষ্ট রাজনীতিবিদ ও চিকিৎসক ডাক্তার খলিলুল কাইয়ুম এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহরিয়ার সাকু।

ওয়ারশো শহরে হোটেল গ্রমান এ বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান তুহিনের পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্রলীগের রাফসান সাইফ, শান্তনু দেবনাথ, মাহমুদুল হাসান দোলন, শুভদীপ।

এছাড়া উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন সর্ব ইউরোপীয় ইউনিয়নের আহবায়ক সজীব কান্তি দাস ও যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান দোলন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ পোল্যান্ড শাখার সালাউদ্দিন আহমেদ রুপম, মহসিন আহমেদ প্রমূখ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বাংলাদেশ আওয়ামী লীগ পোল্যান্ড শাখা ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করে।