টরোন্টো কানাডা তে “ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ”এর আত্মপ্রকাশ

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩ | আপডেট: ৪:৩৫:অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩

টরোন্টোর ডেনফোর্থ এলাকার বাংলাদেশ সেন্টারে গত ১৩ই মার্চ ২০২৩ ইং রোজ সোমবার রাত ৮:00 ঘটিকায় , প্রচলিত সামাজিক সংঘটনের কার্যক্রমের ধ্যান – ধারনা পাল্টেদিতে ,বৃহত্তর সিলেট বাসী তথা  জালালাবাদবাসীদের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে , টরোন্টোর সন্মানিত মুরব্বি সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ ও সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সর্বসন্মতিক্রমে আনন্দঘন পরিবেশে “ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জি টি এ” আত্মপ্রকাশ করে।

 

 

বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব, মুহিবুর খাঁন সাহেবের সভাপতিত্বে ও রাজনীতিবিদ এজাজ আহমদ খান ও ক্রীড়া সংগঠক এম আর আজিজের পরিচালনায় অনুষ্টিত সমাবেশে পবিত্র কোরআন থেকে তোলাওয়াত করেন জনাব মাহফুজুল হক রাজু ।

 

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজকর্মী জনাব মাহবুবুল ইসালাম , বিগত দিনের কার্যক্রম উপস্হাপন করেন সমাজসেবী আব্দু মানিক ও ফুলবাডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যন কামরুল হাসান সাহান , সংগঠনের নাম আনুষ্ঠানিক ভাবে উপস্হাপন করে ব্যানার অভমুক্ত করেন জনাব দিপু চৌধুরী, কেক কেঠে সংগঠনের লগো কর্নফার্ম করেন বাংলাদেশ এসোসিয়েশন কানাডার সাধারন সম্পাদক জনাব আ ন ম ইউসুফ , উক্ত সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজর সামাজিক সাংস্কৃতিক সমিতির সাবেক সভাপতি জনাব আখলাক হোসেন,জালালাবাদ এসোসিয়েশন টরেন্ট এর প্রতিষ্টাকালীন সদস্য জনাব শাহ মাহবুব হোসেন, মৌলভীবাজার এসোসিয়েশন এর সাবেক সভাপতি জনাব দেওয়ান গফরান চোধুরী, বিয়ানীবাজর সামাজিক সাংস্কৃতিক সমিতির নেতা , জালালাবাদ এসোসিয়েশন টরেন্টো এর সাবেক সহ সভাপতি ,রাজনীতিবিদ জামাল উদ্দীন, গোলাপগন্জ ফাউন্ডেশন টরেন্টো এর প্রতিষ্টাকালীন সহ সভাপতি আনই মিয়া, জালালাবাদ এসোসিয়েশন টরেন্টো এর সাবেক নির্বাচন কমিশনার সোস্যাল এক্টিভিষ্ট ও সংগঠক জনাব মুজাহিদুল ইসলাম,জালালাবাদ এসোসিয়েশন টরেন্টো এর সাবেক এক্সিকিউটর প্রেসিডন্ট জনাব সাইদুন ফয়ছল, বিয়ানীবাজর সামাজিক সাংস্কৃতিক সমিতির সাবেক সভাপতি জনাব টুনু মিয়া, বিয়ানীবাজর সামাজিক সাংস্কৃতিক সমিতির অন্যতম নেতা সমাজসেবী জনাব সামছুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশন টরেন্টো এর সাবেক সহ সভাপতি গোলাপগন্জ ফাউন্ডেশন এর সাবেক সেক্রেটারী রিয়েলেটর সাব্বির চৌধুরী লিটন ,জালালাবাদ এসোসিয়েশন টরেন্টো এর সাবেক নির্বাচিত কার্যনির্বাহী সভাপতি জনাব সাইফ চৌধুরী ভুট্টো , জালালাবাদ এসোসিয়েশন টরেন্টো এর সাবেক সেক্রেটারী জনাব শামীম মিয়া, মহানগর এসোসিয়েশন এর সভাপতি মাসুক চৌধুরী, সাবেক ছাত্রনেতা জনাব শাহীন চৌধুরী,বিশিষ্ট রাজনীতিবিদ জনাব এডভোকেট রাধিকা র্রন্জন দে , বিশিষ্ট ব্যবসায়ী জনাব রফিকুল হক, বিয়ানীবাজর সামাজিক সাংস্কৃতিক সমিতির সাবেক সেক্রেটারী তারেক রহমান তাহের সমাজসেবী মাশরুল হোসেন রিপন, ওসমানী স্মৃতি পরিষদের সেক্রেটারী জনাব জাকারিয়া চৌধুরী , সাংবাদিক ফুজেল আহমদ, গোলাপগন্জ ফাউন্ডেশন এর সাবেক ট্র্যাজারাপ জনাব রেহান উদ্দীন , জালালাবাদ সোসাইটির পরিচালক জনাব হেলাল উদ্দীন,সুনামগন্জ এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক জনাব কামিল হোসেন, গীতিকার কবি সাংবাদিক সোহেল ইবনে ইসহাক,ষ্টুডেন্ট মুভমেন্ট কানাডার উদ্দোক্তা সংগঠক ওলিউর রহমান . ব্যবসায়ী হোসেন আহমদ,জালালাবাদ এসোসিয়েশন এর সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আরাফাত বকশী সুমন, আর্কিটেক মনসুর আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সাংবাদিক আব্দুল হালিম,যুব সংগঠক লাভলু চৌধুরী,ক্রীড়া সংগঠক সুমন আহমদ. সাবেক ছাত্রনেতা নজরুল আহমদ , বিয়ানীবাজর সামাজিক সাংস্কৃতিক সমিতির সাবে ধর্ম সম্পাদক মাহফুজুল হক রাজু,ক্রীডাবিদ সাইফুল মিয়া তাজুল প্রমুখ , পরবর্তীতে জনাব দিপু চৌধুরী ও জনাব শাকিল খান ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম উপস্হাপন করেন ।

 

 

সর্বসন্মতিক্রমে টরোন্টোর সর্বজন শ্রদ্ধেয় ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব আখলাক হোসন কে আহবায়ক ও সর্বজনাব দেওয়ান গফরান চৌধুরী,শাহ মাহবুব আহমদ,আবুল হোসেন আলী,জামাল উদ্দিন ,আনই মিয়া ও এজাজ আহমদ খাঁন সাহেবকে যুগ্ম-আহবায়ক ও জনাব মাহবুবুল ইসলাম সাহেব কে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের সভাপতি জনাব মুহিবুর রহমান খানের সমাপনি বক্তব্যের মাধ্যমে সভা সমাপ্ত হয় ।
আহবায়ক কমিটি সর্বস্তরের বৃহত্তর সিলেটবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।