আরাধনা || মোহাম্মদ মুফিদুল গনী মাহতাব

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, মে ১৭, ২০২৩ | আপডেট: ৭:১৭:অপরাহ্ণ, মে ১৭, ২০২৩

 

আরাধনা

মোহাম্মদ মুফিদুল গনী মাহতাব

 

 

আল্লাহ তুমি মেহেরবান
তুমি খালিক তুমি মালিক তুমি দয়াবান॥

তোমার নামে ভেলা বাসাই
তোমার নামে গান গাই
তুমি হে রাহিমুর রাহমান॥

তুমি আমার জীবন মরন
তোমায় শুধু করবো স্মরণ
দাওহে প্রভু আমায় সে জ্ঞান॥

আমায় তুমি করো দয়া
সদা চাই তোমার মায়া
ওহে প্রভু তুমি পাক মহান॥

মানব কোলে জন্ম দিয়ে করছো মেহেরবানী
ইবলিসের ধোকায় সদা করছি তোমার নাফরমানী
তবুও তুমি হে আল্লাহ করছোনা মোরে অপমান॥

সরল পথে চলতে গিয়ে করছি গরল কাজ
গোনাহর মাঝে ডুবে আছি নাইকো কোন লাজ
তবুও তুমি ভালোবেসে দিচ্ছো মোরে মান॥

ধন দিয়েছো জন দিয়েছো বলবো আমি কত
অহংঙ্কারী মন নিয়ে গোনাহ করছি শত শত
দুনিয়ার লোভে এ মন আমার হয়ে আছে পাষান।

কত কিছু দিয়েছো মোরে হিসাব সীমাহীন
পাঠাইছো মোরে মানুষ করে বা্‌নাওনি মোরে জ্বীন।
সব দিয়েছো আমায় তুমি, দিয়েছো দৌলতে ইমান॥

স্বার্থের দ্বন্দে তোমায় ভুলে করছি জীবন শেষ
তবুও তুমি দিচ্ছোনা মোরে কোন দু:খ ক্লেশ
তওফিক দাও হে মোরে গাইতে সদা তোমার গুনগান॥

তওবা করি তোমার কাছে মাফ কর মোরে
গাই যেনো তব গুনগান আল্লাহ জন্ম জন্মান্তরে
হতে যেনো পারি স্বচ্ছ সুন্দর মোমিন মুসলমান॥