বাংলাদেশে দুর্নীতি দমনে নৈতিক শিক্ষার উন্নয়নের প্রয়োজন’ – বাংলা কাগজের মতবিনিময় সভায় এডভোকেট মাহবুবুল আলম শামীম

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুন ৩, ২০২৩ | আপডেট: ৭:৫৬:অপরাহ্ণ, জুন ৩, ২০২৩

 

 

 

বাকা ডেস্ক, বার্মিংহামঃ

‘স্বাধীনতা যুদ্ধ এবং আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে। সম্পত্তি বেদখল এবং দুর্নীতি সম্পৃক্ত সমস্যা সমাধানে বাংলাদেশ দুর্নীতি দমন ফোরাম প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চায়’। ৩০শে মে সন্ধ্যায় যুক্তরাজ্যের বার্মিংহামে বিওন টেলিভিশন মিলনায়তনে বাংলা কাগজ মিডিয়া গ্রুপ আয়োজিত মতবনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন ফোরাম মৌলভীবাজার শাখার সভাপতি এডভোকেট মাহবুবুল আলম শামীম এ কথাগুলি বললেন। তিনি দুর্নীতি রোধে সমাজে নৈতিক শিক্ষার উন্নয়নের উপরও গুরুত্ব আরোপ করেন।

 

 

 

 

বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খছরু মোহাম্মদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলা কাগজের ফাইন্যান্স ডাইরেক্টর আব্দুল কাদির আবুল এবং নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ। বিশেষ অতিথি হিসাবে আলোচনায় অংশ গ্রহণ করেন কাউন্সিলর জিয়াউল ইসলাম, কাউন্সিলর সাদেক মিয়া সমছু, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রেডিও এক্সএল-এর উপস্থাপক মোস্তফা চৌধুরী যুবরাজ, বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল লতিফ জেপি, বাংলাদেশ মাল্টি পারপাছ সেন্টারের সেক্রেটারী ফয়জুর রহমান চৌধুরী এমবিই, বাংলাদেশ ওয়েল ফেয়ার এসোসিয়শনের চেয়ারম্যান আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু, মুক্তিযোদ্ধা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আব্দুল হামিদ, মিসেস ফাতেমা হামিদ, কমিউনিটি নেতা একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অবদানকারী প্রবাসী মুক্তিযোদ্ধা মিসেস নাজিয়া রশীদ ভুঁইয়া এবং প্রাক্তন কাউন্সিলর ও বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল খালিক। উপস্থিত ছিলেন বাংলা কাগজের ডাইরেক্টর ও বিওন টিভির সিও আব্দুল মঈন চৌধুরী সুমন। আলোচনায় অংশ নেন বাংলা কাগজের সাব-এডিটর বিশিষ্ট কলামিষ্ট শেবুল চৌধুরী, বিশিষ্ট গবেষক মোনাওয়ার আহমদ, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি চ্যানেল আই প্রতিনিধি আব্দুল আহাদ সুমন ও সাধারণ সম্পাদক এটিএন বাংলা প্রতিনিধি জয়নাল ইসলাম, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সহসভাপতি টিভি সাংবাদিক আমিরুল ইসলাম বেলাল, কোষাধ্যক্ষ আরটিভি প্রতিনিধি লোকমান কাজী, সাংগঠনিক সম্পাদক আহমেদ কাবির, বাংলা কাগজের বিশেষ প্রতিনিধি ও মার্কেটিং ব্যবস্থাপক মিজান রেজা চৌধুরী, বাংলা কাগজের উপদেষ্টা মন্ডলীর সভাপতি মাফিজ খান, উপদেষ্টা লেখক ম আ কাদির, উপদেষ্টা এনামুর রহমান, সাব-এডিটর কবি মুফিদুল গনি মাহতাব, উপদেষ্টা পডায়েট্রিস্ট কনসাল্টেন্ট সমুজ মিয়া, উপদেষ্টা জাহেদ উদ্দিন সাজু, জাহেদ আহমেদ ও এম এ ওয়াহীদ, বাংলা কাগজের শুভাকাংখী সেবা কেয়ারের সিনিয়র ব্যবস্থাপক এম এ মুহিত, বার্মিংহাম সিটি কাউন্সিলের সিনিয় হাউজিং অফিসার মকবুল আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বার্মিংহাম সিটি কাউন্সিলের সিনিয় সোস্যাল ওয়ার্কার আলতাফুর রহমান, কমিউনিটি এ্যাক্টিভিস্ট ইন্জিনিয়ার ডক্টর জসিম আহমেদ, শাপলা সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম ও কাওছার আহমেদ, স্পেইন-বাংলাদেশী সোসাইটির সভাপতি এমদাদুল হক লাভলু, মেহের আলম, ডক্টর মঈজ উদ্দিন, ইলিয়াস ফরহাদ, মুজিবুর রহমান, ফারুক আহমেদ, ইলিয়াস ফরহাদ, সোহাগ আল নোমান, কাজল এরসাদ, এখলাছুর রহমান ও আজিজ মিয়া প্রমুখ।

নৈশভোজের মাধ্যমে সভার সফল সমাপ্তি ঘটে।