১৩২ বছর ধরে চলছে বার্মিংহাম ক্রিকেট লীগ ; একমাত্র বাংলাদেশী দল উরবান ইউনাইটেড

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫ | আপডেট: ৩:৪৪:অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫

শিপন আহমেদ : মুলধারার সাথে সামঞ্জস্য রেখে মিডল্যান্ডসে নিয়মিত ক্রিকেট লীগ আয়োজন করা বার্মিংহাম ক্রিকেট ক্লাবের ২৯তম বাৎসরীক ডিনার,এওয়ার্ড প্রদান এবং চলতি বছর লীগের পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম ক্রিকেট লীগে অংশ নেওয়া বিভিন্ন দলের খেলোয়াড় কর্মকর্তা শুভানুধ্যায়ি ও কমিউনিটির বিভিন্ন শীর্ষজনদের উপস্থিতিতে গত ১ অক্টোবর বার্মিংহামের স্মলহীথের একটি বানকুয়েটিং হলে এই ডিনার,এওয়ার্ড প্রদান এবং ক্রিকেট লীগের পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। জাফর ইসলামের সভাপতিত্বে ও তারিক এম আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্টানে সাবেক মেয়র কাউন্সিলর শফিক শাহ,কাউন্সিলর মাজিদ মাহমুদ,মোহাম্মদ ইদ্রিছ,বারাশাত চৌধুরী ছাড়াও অতিথি হিসেবে যোগ দেন বৃটিশ এমপি আইয়ুব খান। ১৮৯৩ সালে শুরু হওয়া বার্মিংহাম ক্রিকেট লীগের শুরুর দিকে সবকিছুতে ইংলিশরা দায়িত্বে থাকলেও পাকিস্থানী ক্রিকেটারদের দাপটের কারণে এই লীগটি এখন মুলতঃ হয়ে উঠেছে পাকিস্থানীদেরই নিয়ন্ত্রনাধীন। প্রতিযোগিতায় ছয় গ্রæপে ৭৪ টি দলের অংশগ্রহন থাকলেও বাংলাদেশী মালিকানাধীন একমাত্র ক্লাব হিসেবে অংশ নিচ্ছে উরবান ইউনাইটেড ক্লাব। ক্লাবটির স্বত্বাধীকারী বৃটিশ বাঙালী এনাম চৌধুরীর নেতৃত্বে দলের খেলোয়াড় ও কর্মর্কতারা মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করেন। এক শত বত্রিশ বছর থেকে নিয়মিত আয়োজন হওয়া মিডল্যান্ডসের সবচেয়ে প্রাচীনতম বার্মিংহাম ক্রিকেট লীগের এই আয়োজনে বাঙালীদের যে অংশগ্রহণ থাকার কথা ছিলো তা খুব একটা চোখে পড়ছে না। ভবিষ্যতে বাঙালীরাও বার্মিংহাম ক্রিকেট লীগের ভালো ভুমিকা রাখবে বলে অনেকেই প্রত্যাশা করছেন।

 

https://www.facebook.com/reel/1301137615026817