খেলাফত মজলিস বার্মিংহামের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত। দাওয়াতে দ্বীনের কাজে স্ব-প্রণোদিত অংশগ্রহণ ও তৎপরতা আরো বেশি জরুরি। ——— মুহাম্মদ মুনতাসির আলী।

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫ | আপডেট: ২:০১:পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫

মোহাম্মদ মুফিদুল গনি মাহতাব :

যুক্তরাজ্যে সফরের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে, যুগ্ম মহাসচিব- মুহাম্মদ মুনতাসির আলী বলেন, রাষ্ট্র কাঠামোর আগে আমাদের ব্যাক্তি ও সামাজিক কাঠামোর ভিত্তি আরো মজবুত হওয়ার প্রয়োজন। দাওয়াতে দ্বীনের কাজে পারিবারিক অংশগ্রহণের উদাহরণ টেনে বলেন, আপনার দান-সাদাকায় পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করুন। তাদেরকে বুঝতে দিন যে দ্বীনি কাজে শুধু আপনি না, পরিবারের সদস্যদের ও সমান গুরুত্ব এবং দায়িত্ব রয়েছে। এই বোধের সৃষ্টি আমাদেরকে আল্লাহর প্রতি ভালবাসা ও তাওয়াক্কুল বৃদ্ধি করবে। সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত হতে নিয়ামক হিসেবে কাজ করবে। এই জন্য প্রয়োজন অংশগ্রহণ মূলক দ্বীনি কাজ।

গতকাল সোমবার খেলাফত মজলিস বার্মিংহামের মাসিক নির্বাহী বৈঠকে শাখা সভাপতি- মাওলানা আ.ফ.ম শুয়াইবের সভাপতিত্বে ও সেক্রেটারি- হাফিজ মাওলানা আহমদ হুসাইনের পরিচালনায় সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী উপরোক্ত কথাগুলো বলেন।
দারসে কোরান পেশ করেন শাখা বায়তুলমাল সম্পাদক- মাওলানা ইউসুফ বিন আকিল।দারসের মূল বিষয় ছিল আদর্শ সামাজ ও রাষ্ট্র গঠনে নবী করীম (স:) এর ত্যাগ ও কর্মসূচি একজন মুমিনের জন্য মূল উসুল হওয়া উচিত। কোরান-সুন্নাহর বাহিরে একজন মুমিনের আর কোন আদর্শ থাকতে পারে না। পরিপূর্ণ মুমিন হিসেবে আল্লাহ ও তার রাসুলের প্রদর্শিত পথই ইহকালীন ও পরকালীন জীবনের লক্ষ হওয়া উচিত।বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাজ্য নর্থের সভাপতি মুফতি তাজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা আব্দুল মতিন, সেক্রেটারি মাওলানা এনামুল হাসান ছাবীর,সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ সুলতান মাহমুদ, বায়তুলমাল সম্পাদক আল ইসলাম, বার্মিংহামের সহ সভাপতি শায়খ মুহাম্মদ মনির, আলহাজ আব্দুল ওয়াদুদ, হাফেজ আনোওয়ারুল হক, সৈয়দ মুহাম্মদ আলী, সৈয়দ মইনুদ্দিন ইকবাল, হাফেজ মাওলানা শাহেদ আহমদ।

উপস্থিত ছিলেন সহ সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শাকুর, যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শাফিউল ইসলাম, হাজী তারেক রাজা চৌধুরী,,হাজী আবদুশ শহিদ, হাজী হান্নান উল্লাহ, মুহাম্মদ মুহসীন চৌধুরী, আলহাজ্ব ফারুক মিয়া,আলহাজ্ব খলিলুর রহমান, মুহাম্মদ সিরাজুল ইসলাম, হাজী আব্দুস সুবহান, মুহাম্মদ নজরুল ইসলাম, হাজী আইউব মিয় প্রমুখ।