
মিজান রেজা চৌধুরী (বার্মিংহাম) : আগামী বছরের মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বার্মিংহাম সিটি কাউন্সিলের নির্বাচনে বৃটেনের ক্ষমতাসীন লেবার পার্টি থেকে স্মলহীথের কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষনা করেছেন বৃটিশ বাঙালী নারী শাহনাজ আহমেদ। বার্মিংহামে দায়িত্বরত বাংলা গণমাধ্যমকর্মীসহ বার্মিংহামের বাঙালী কমিউনিটির নানা শীর্ষজন এবং লেবার পার্টির স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ১২ অক্টোবর এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বৃটিশ বাঙালী এই নারী প্রার্থিতা ঘোষনা করেন। কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে শাহনাজ আহমেদ নিজস্ব কিছু পরিকল্পনাও তুলে ধরেন।শাহনাজ আহমেদের সমর্থনে সংবাদ সম্মেলনে যোগ দেন লেবার দলীয় স্থানীয় এমপি জেস ফিলিপ,বার্মিংহাম সিটি কাউন্সিলের বাঙালী কাউন্সিলর সাদেক মিয়া শামসু ও কেবিনেট মেম্বার কাউন্সিলর ওয়াসিম জাফর ছাড়াও লেবার দলীয় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। সংবাদ সম্মেলনে যোগ দিয়ে কমিউনিটির নানা নেতৃবৃন্দও শাহনাজ আহমেদের জন্য শুভ কামনা করা ছাড়াও বাঙালী হিসেবে তাকে সর্ব্বোচ্চ সহযোগিতা ও সমর্থনের প্রত্যয় ব্যক্ত করেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল লতিফ জেপি,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সহ-সভাপতি ফয়েজ উদ্দিন এমবিই,বার্মিংহাম আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন,যুগ্ম সম্পাদক কামাল আহমেদ,সাংগঠনিক সম্পাদক জুম্মাহ আহমেদ লিটু,লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশী বার্মিংহামের চেয়ারম্যান বুলন চৌধুরী,নাফিসুর রহমান, আশিক মিয়া,মাখন চৌধুরী প্রমূখ। আর গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই বাংলাদেশের প্রতিনিধি আব্দুল আহাদ সুমন,সহ-সভাপতি টিভি ওয়ান প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল,সাধারণ সম্পাদক এটিএন বাংলা ইউকের জয়নাল ইসলাম,কোষাধ্যক্ষ বিঅন টিভি ইউকের আহমেদ কাবির,বাংলা কাগজের মিজান রেজা চৌধুরী,যমুনা টিভির রিয়াদ আহাদ,দৈনিক সিলেটের বেলাল বদরুল,বার্মিংহাম বাংলা টিভির সাহিদুর রহমান সুহেল,চ্যানেল এসের আতিকুর রহমান,এলবি টুয়েন্টি ফোরের ফখরুল ইসলাম রিপন,আই অন টিভি ইউকের ক্যামেরা পার্সন এমদাদুল হক লাভলু,সুরমান মিয়া,বাংলা ভয়েসের জিয়া তালুকদার প্রমূখ। উল্লেখ্য বার্মিংহাম সিটি কাউন্সিলের নির্বাচনে শাহনাজ আহমেদই প্রথম কোনো বাঙালী মহিলা যিনি কাউন্সিলর প্রার্থী হিসেবে লেবার দলীয় মনোনয়ন পেয়েছেন।