
আহমেদ কাবির : বার্মিংহামে উদ্বোধন করা হয়েছে বৃটেনের বাঙালী কমিউনিটির অন্যতম বৃহৎ প্রতিষ্টান কাচা বাজার এর নতুন শাখা। ১৪ অক্টোবর মঙ্গলবার এক দোয়া মাহফিলের মাধ্যমে বার্মিংহামের আষ্টনে মিডল্যান্ডসের সর্ববৃহৎ পাইকারী বিক্রির স্থল বার্মিংহাম হোউলসেইল মার্কেটে কাচা বাজারের এই শাখা খোলা হয়েছে। বাঙালীদের জনপ্রিয় ব্রান্ড কাচা বাজার এই প্রথম কোনো বাঙালী প্রতিষ্টান বার্মিংহাম হোউলসেইল মার্কেটে শাখা খোলার সুযোগ পেয়েছে। বিশাল এই হোউল সেইল মার্কেটে বাঙালী প্রতিষ্টান কাচা বাজারের শাখা খোলায় স্থানীয় ব্যবসায়ীরাও আনন্দিত। কাচা বাজারে আম,কাঠাল,লিচু,আনারসসহ বাংলাদেশী মৌসুমী সুস্বাদু ফলমুল ছাড়াও ফ্রেশ শাকসব্জী এবং গ্রোসারী সোপের বিভিন্ন পন্য পাইকারী দামে বিক্রি করা হবে।
কাচা বাজার লন্ডনের মতো অত্যন্ত সুলভ মুল্যে এসব পণ্য বিক্রি করা হবে বলেও জানানো হয় প্রতিষ্টানটির পক্ষে। উল্লেখ্য ব্যবসার মাধ্যমে কমিউনিটির সেবার প্রত্যয়ে বার্র্মিংহামে কাচা বাজারও সফল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।