
সরওয়ার আহমেদ : বার্মিংহাম ও ওয়ালসলের বাঙালী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে এক আড়ম্ভরপুর্ণ অনুষ্টানের মাধ্যমে অভিষিক্ত করা হয়েছে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে‘র ওয়ালসল ওয়েডনুসবারী শাখার নতুন কমিটির সদস্যদের। গত ১৪ অক্টোবর ওয়ালসলের ইয়াসমিন বানকুয়েটিং হলে অনুষ্ঠিত অভিষেক অনুষ্টানে সংগঠনের ওয়ালসলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আনুষ্টানিকভাবে পরিচয় করিয়ে অভিষিক্ত করেন। নতুন কমিটির সভাপতির দায়িত্বপ্রাপ্ত কবি ও লেখক মাফিুদল গণি মাহতাব,সাধারণ সম্পাদক আব্দুল খাস চৌধুরী এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আক্তার হোসেইন তাদের উপড় অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। মৌলানা সৈয়দ নোমান আহমেদের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অভিষেক অনুষ্টানে কবি আব্দুল খাস চৌধুরী ও আবু সুফিয়ান চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে‘র উপদেষ্টা আলহাজ্ব মনছব আলী জেপি। আর প্রধান বক্তা ছিলেন সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক খসরু খান। বিশেষ অতিথি ছিলেন বর্তমান সাধারণ সম্পাদক ফিরোজ খান ও কোষাধ্যক্ষ আরজু মিয়া এমবিই এবং বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান চুনু,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা চৌধুরী যুবরাজ। অভিষেক অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা কাগজের অন্যতম ডাইরেক্টর আব্দুল কাদির আবুল,সংগঠনের মিডল্যান্ডস রিজিওনের সাবেক সভাপতি ফখর উদ্দিন,বর্তমান কোষাধ্যক্ষ আহমেদ রাশিদ,কমিউনিটি ব্যক্তিত্ব হাজী নুর মিয়া,ডঃ জশ আহমেদ,মোহাম্মদ রঞ্জু মিয়া,শিরন চৌধুরী,আওলাদ হোসেন,আব্দুল রাশিদ,আক্তার হোসেন,কামাল হোসেন,আব্দুল মোমিন চৌধুরী,মোসাদ্দেক হোসেন,তুতিউর রহমান তোতা,লেবু মিয়া ও আই অন টিভির প্রতিনিধি লোকমান হোসেন কাজী প্রমূখ।
সবশেষে বাংলাদেশসহ বিশ্ব মুসলীমের সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন এডভোকেট মাওলানা ছালেহ আহমদ মনছুরী। উল্লেখ্য বৃটেনের বাঙালী কমিউনিটির সর্ববৃহৎ সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে‘র পুরো দেশব্যাপি বিভিন্ন শাখা ও উপশাখা রয়েছে এরমধ্যে বুধবার ওয়ালসল ওয়েডনুসবারী শাখার নতুন কমিটির সদস্যদের অভিষেক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।