শেফিল্ডে গাফলা প্রতিযোগিতা

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫ | আপডেট: ৪:২৯:অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫

এবাদুর রহমান খালেদ (শেফিল্ড) ; শেফিল্ডসহ পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে আসা বিভিন্ন খেলোয়াড়দের অংশগ্রহনে শেফিল্ডে অনুষ্টিত হয়েছে বাৎসরিক গাফলা প্রতিযোগিতা ২০২৫। শেফিল্ড গাফলা গ্রুপের উদ্যোগে গত ১৩ অক্টোবর ডারনালের স্টেনিফোর্থ রোডের একটি হলে এই গাফলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করতে ক্রীড়ামোদী নানা দর্শকসহ উপস্থিত ছিলেন বিপুল সংখ্যাক প্রবাসী। স্থানীয় আয়োজক আহমেদ আলমগীর রেজা ও নয়নের তত্বাবধানে খেলাশেষে পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শেফিল্ডের কাউন্সিলর আইভি উল্লাহ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কাদির,আব্দুল হক,আজির উদ্দিন,শাহিন মিয়া,সেলিম রেজা,মতিন,খালেদ আহমেদ,আব্দুল কাইয়ুম,সাজ্জাদ মিয়া,জাকারিয়া সাহেল ও মোহাম্মদ দুলন প্রমূখ।