আহমেদ কাবির : বার্মিংহাম ক্যারেম ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিসিসি ন্যাশনাল ডাবল ক্যারম র্টুনামেন্ট -২০২৫। বিভিন্ন শহর থেকে আসা বাংলাদেশী সৌখিন ক্যারম খেলোয়াড়দের অংশগ্রহনে মঙ্গলবার বার্মিংহামের স্মলহীথের একটি হলে এই র্টুনামেন্ট অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যাক ক্রীড়ামোদী দর্শকসহ কমিউনিটির নানা র্শীষজনের উপস্থিতিতে অনুষ্ঠিত বার্মিংহাম ক্যারেম ক্লাবের ন্যাশনাল ডাবল ক্যারম র্টুনামেন্ট -২০২৫ শুরু হয় দুপুর বারোটায়। ৩২ টি ক্যারম জুটির প্রতিদ্ধন্ধিতাপুর্ণ এই র্টুনামেন্ট চলে ভোররাত পর্যন্ত। এতে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন লুটনের শাহ মুন্না ও জসিম জুটি আর রানার্স আপ হোন হার্টফিল্ডের কায়সার আহমেদ ও সুহেল জুটি।

খেলাশেষে অংশগ্রহনকারী বিভিন্ন দলের খেলোয়াড় সমর্থক ও বিপুল সংখ্যাক ক্রীড়ামোদী প্রবাসী বাঙালী ও বার্মিংহাম ক্যারেম ক্লাবের সদস্যসহ কমিউনিটির নানাজনের উপস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী রুপম আর পরিচালনায় ছিলেন নির্বাহী সদস্য জাবের আহমেদ। পুরস্কার বিতরণীতে অংশ নেন বার্মিংহাম ক্যারেম ক্লাবের নির্বাহী সসদ্য শিপু হোসেন,মানিক মিয়া,শাহজাহান মিয়া,আজমান চৌধুরী,মাসুক মিয়া,রায়হান আহেমদ,জালাল উদ্দিন,ফরিদ আহমেদ,কামরুল ইসলাম,আফরোজ মিয়া,ফজলুল হক,আমিরুল ইসলাম,সাজ্জাদ মিয়া প্রমূখ। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিঅন টিভি ইউকের প্রধান নির্বাহী ও বাংলা কাগজের ডাইরেক্টর আব্দুল এম চৌধুরী সুমন। বিশেষ অতিথি ছিলেন একাউন্টেন্ট তাজ উদ্দিন,কমিউনিটি ব্যক্তিত্ব রাশেদা বেগম ও সোনালী সুপার মার্কেটের অন্যতম পরিচালক শেখ আব্দুল খালিক। খেলা শেষে চ্যম্পিয়ন রানার্স আপ ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ ট্রফি ও সম্মাননা সনদ ছাড়াও নগদ অর্থ প্রদান করা হয়।

https://www.facebook.com/reel/1504371590845716

