ওয়ালসলে বেঙ্গল ওয়েল্ডিং লিমিটেডের নতুন শাখা উদ্বোধন

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫ | আপডেট: ৫:৩৮:অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫

শিপন আহমেদ : ওয়ালসলের ওয়েডনুসবুরীতে বেঙ্গল ওয়েল্ডিং লিমিটেডের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশী বিভিন্ন ব্যবসায়ী,কমিউনিটি নেতৃবৃন্দসহ নানা শ্রেনীর প্রবাসীদের উপস্থিতিতে গত ২ নভেম্বর বার্মিংহামের পার্শ্ববর্তী শহর ওয়েডনুসবুরীর ৫৯ ব্রিজ ষ্ট্রীটে বৃহতাকারে নতুন এই শো রুম উদ্বোধন করা হয়। বিলেতের প্রবাসী বাঙালীদের মুল ব্যবসাই হচ্ছে ক্বারি শিল্প। আর এই কারী শিল্পকে সমৃদ্ধ করতে নানাভাবে ভুমিকা রাখা প্রতিষ্টানগুলোর মধ্যে অন্যতম বেঙ্গল ওয়েল্ডিং লিমিটেডের নতুন এই শাখা উদ্বোধনের মাধ্যমে গ্রাহকরা আরো বেশী সেবা পাবেন বলে মনে করছেন অনেকেই। তারা এই প্রতিষ্টানের স্বত্বাধিকারী কবির উদ্দিনের গ্রাহকদের প্রতিশ্রæতি অনুযায়ী পণ্য সরবরাহেরও ভ‚য়সী প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্টানে বেঙ্গল ওয়েল্ডিং লিমিটেডের বিভিন্ন পণ্যের প্রদর্শনীও করা হয়। আধুনিক মানসম্মত ক্যনাফি,হট প্লেইট,কমার্শিয়াল কুকার,তান্দুরী নির্মানকারী প্রতিষ্টানটির উত্তরোত্তর সাফল্য কামনা করে এক বিশেষ দোয়া মাহফিলও অনুষ্টিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অমুক। উল্লেখ্য বেঙ্গল ওয়েল্ডিং লিমিটেড দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে ছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে তাদের বিভিন্ন পণ্য বিক্রি ও সার্ভিস প্রদানের মাধ্যমে বেশ সুনাম কুড়িয়ে আসছে আর বাড়ছে চাহিদাও। গ্রাহকদের ব্যাপক সেই চাহিদার কারণে ওয়েডনুসবুরিতে বিশাল এলাকা নিয়ে প্রতিষ্টানটির নতুন শো রুমে উদ্বোধন করা হলো।

https://www.facebook.com/reel/2691624864513183