আহমেদ কাবির : ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকান্ডের প্রতিবাদে দেশের মতো প্রবাসেও ফুসে উঠেছে প্রবাসী বাঙালী তৌহিদি জনতা। গত ১৯ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মাহ যুক্তরাজ্যের বার্মিংহামের বাঙালী অধ্যুষিত আষ্টনের মসজিদে নুরের কার পার্কে রেভুলেশন অফ হিউমিনিটি বার্মিংহামের উদ্যোগে শরীফ ওসমান হাদীর হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ আয়োজনের পাশাপাশি গায়েবানা জানাজাও আদায় করেছে তারা। বিক্ষোভে যোগ দিয়ে বক্তারা অবিলম্বে শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক বিচার দাবী করার পাশাপাশি এই হত্যাকান্ডকে পরিকল্পিত উল্লেখ করে ফ্যাসিবাদের দুসরদেরও গ্রেফতারের দাবী জানান। এসময় আওয়ামিলীগ ও ভারত বিরোধী বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। রেভুলেশন অফ হিউমিনিটি বার্মিংহামের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের উপদেষ্টা হাজী সিরাজ আলীর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আনহারুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামাল উদ্দিন রেজা,আব্দুল ওয়াদুধ,মুসলীম খান,হাবিবুর রহমান হাবিব প্রমূখ। বিক্ষোভ সমাবেশ শেষে রেভুলেশন অফ হিউমিনিটির সভাপতি নুফায়েজ রাইহানের ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
https://www.facebook.com/reel/2404487223319455

