বার্মিংহামের কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির বিজয় দিবস পালন

প্রকাশিত: ৮:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫ | আপডেট: ৮:০৮:পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫

জি এম রাসেল : একাত্তুরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় শহীদ মিনার বেদীতে শ্রদ্ধা নিবেদন,জাতীয় সঙ্গীত পরিবেশন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস পালন করেছে বার্মিংহামের কেন্দ্রীয় শহীদ মিনার কমিটি। বার্মিংহামের প্রবাসী বাঙালী কমিউনিটির নানা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যাক প্রবাসীদের উপস্থিতিতে গত ১৬ ডিসেম্বর বার্মিংহামের বাংলাদেশী মাল্টিপারপাস সেন্টারে নানা আয়োজনে এই বিজয় দিবস পালন করা হয়। বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিজয় দিবসের তাৎপর্য ও ইতিহাস সঠিকভাবে উপস্থাপনের আহবান জানান। বিজয় দিবসের অনুষ্টানমালয় সভাপতিত্ব করেন বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান আর যৌথভাবে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কলামিষ্ট শেবুল চৌধুরী ও যুগ্ম সম্পাদিকা সাংবাদিক রাশিয়া খাতুন। কমিউনিটি নেতা রঞ্জু মিয়ার পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া বিজয় দিবসের আলোচনায় অংশ নেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের সেক্রেটারী আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই,বাংলা কাগজের সেক্রেটারী খসরু খান,বিঅন টিভি ইউকের প্রধান নির্বাহী আব্দুল এম চৌধুরী সুমন,লেখক ও কলামিষ্ট নাসির উদ্দিন হেলাল,বার্মিংহাম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কামাল আহমেদ,আম্বার রেডিও এর বাংলা বিভাগের প্রধান শাকিকুর রহমান চৌধুরী শাহীন,কমিউনিটি নেতা ডঃ জশ আহমেদ,তফাজ্জল হোসেন চৌধুরী,ওয়েষ্ট মিডল্যান্ডস যুবলীগের সভাপতি এমদাদুর রহমান সুয়েজ প্রমূখ। সবশেষে সাংস্কৃতিক অনুষ্টানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন বিঅন টিভি ইউকের উপস্থাপক বেলাল বদরুল ও লাকি মৃধা,পূথি পাঠ করেন জয়দেব দুলু আর সঙ্গীত পরিবেশন করেন ফিরোজ রাব্বানী,এস এম আব্দুল খালিক,শামিমা মৃধা প্রমূখ।

https://www.facebook.com/reel/1225234939455969