রোমের অস্থায়ী স্মৃতিসৌধে এবার শ্রদ্ধা জানাতে পারবে প্রবাসী বাংলাদেশিরা

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২২ | আপডেট: ৬:২৪:অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২২

 

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: রোমে প্রথম বারের মতো অস্থায়ী সৃতিসৌধে সকলের জন্য উন্মুক্ত ভাবে পুষ্পস্তবক অর্পণ সহ দিন ব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বাংলা প্রেস ক্লাব ইতালি ও জাতীয় অনলাইন প্রেসক্লাব ২৬শে মার্চেই উদযাপন করবে স্বাধীনতা দিবস

অনুষ্ঠানে দল-মত-নির্বিশেষে ইতালি প্রবাসী সহ আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সকল নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছেন আয়োজকরা।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রসই রেস্টুরেন্ট হলরুম। তারিখঃ ২৬শে মার্চ (শনিবার) ২০২২ইং

অনুষ্ঠান সূচিঃ

সকালঃ ১১ ঘটিকায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে স্থানীয় সকল সাংবাদিকবৃন্দদের উপস্থিতিতে দলীয় ভাবে জাতীয়সংঙ্গীত পরিবেশন।

সকালঃ ১১:৩০ মিনিটঃ ৬-১০ বছরের শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

দুপুরঃ ১২:৩০ মিনিটঃ সকল শিশুদের মধ্য কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।

দুপুরঃ ১:৩০ মিনিটঃ আপ্যায়ন।

দুপুরঃ ২:৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত ইতালী প্রবাসী সহ আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের অস্থায়ী স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা এবং পুরস্কার বিতরণ।

শেষে রোমের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে CSN Bangla

সার্বিক সহযোগিতায়: বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব নূর ইসলাম পান্না।