মাদকের নিঠুর ছোবল- মোহাম্ম্‌দ মুফিদুল গনি মাহতাব

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২২ | আপডেট: ১২:১৬:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২২

ধ্বংস করি আমি পরিবারকে আর স্বজনকে করি অশ্রুসিক্ত
আমি মা বাবার সন্তানদের ছিনিয়ে নিয়ে তাদেরকে করি রিক্ত।
আমি হীরা জহরত কিংবা স্বর্ন থেকেও মূল্যবান
আমি দু:খ কষ্ট দিয়ে করি তাদের সূখকে ম্লান।
আমার বিচরন সর্বত্র আর আমি সহজ লভ্য
আমার আচড়ে সভ্যজন হয়ে যায় অসভ্য।
আমাকে পেতে হন্য হয়ে খোজ অপরাধীদের আস্থানায়
আমাকে পাবে স্কুল, কলেজ , বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায়।
আমাকে পাবে উন্মুক্ত ময়দানে কিংবা কারা অভ্যন্তরে
আমাকে পাবে নিষ্টুর,পাষাণ, হৃদয়হীন মানুষের ঘরে।
আমি কারো তরে কভু নই নিরাপদ
আমাকে পেতে হলে হারাতে হবে সম্পদ।
আমার পদচারনা আর বিচরণ ভূমন্ডলের জলে স্থলে
আমি বহুবিধ বাহনে ভ্রমন করে আসি মানুষের পরিমন্ডলে।
আমি চোরাচালানকারীদের বন্ধু যারা চলে চোরাই পথে
আমার সখ্যতা মাফিয়া, ধুনকবের ঐশ্বর্যশালীদের সাথে।
আমি সমাজ জাতীকে করে দিতে পারি ধ্বংস
আমি মা বাবার কোল খালি করি তাদেরকে করি নি:স্ব।
আমি সর্বনাসি মাদক, মানবজাতীকে করি আসক্ত
নারী পুরুষ যুবা বৃদ্ধ সকলেই হয়ে যায় আমার ভক্ত।
আমি যাকে আচ্ছন্ন করি হয়ে যায় সেজন মিথ্যাবাদি
চুরি ডাকাতি করতে দ্বীধা করেনা মেটাতে তার আসক্তি।
আমার নারকটিক জাদুতে কেড়ে নেই তব চেহারার অভিমান
আমি মানুষকে ধর্মহীন, বন্ধুহীন, কর্মহীন করে জীবন করি গোরস্থান!
আমি তোমায় সর্বহারা করি, তুমি কাঁদো নিয়ে নিস:ঙ্গতা নির্জনতা
অর্থহীন নেশাখোরের জীবনের যন্ত্রনা নিয়ে তুমি করো আত্নহত্যা।
আমায় নিয়ে যতো হোক লেখালেখি উপন্যাস ছোট গল্প কবিতা
আমি চালিয়ে যাবো মম নিস্পেষন আর সমাজ বিধ্বংসি নারকিয়তা।
তাই দোহাই হে প্রিয়তম বন্ধুরা, মানবীয় পোষাকের আপনজন
আপন পরিবার সমাজ জাতীর কল্যাণে করি মাদককে বর্জন।