কবি নজরুল – মোহাম্মদ মুফিদুল গনি মাহতাব

প্রকাশিত: ৩:৩৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২ | আপডেট: ৯:১২:অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২

তুমি লিখেছো কত হামদে এলাহি আর নাতে রসুল
তোমার তরে জান্নাত মাগি হে প্রিয় কবি কাজী নজরুল।
কাঁদিছো তুমি অকাতরে শ্রষ্ঠার কাছে তুলে দুটি হাত
শোন শোন ইয়া এলাহি আমারি মোনাজাত।
আকুতি তোমার যাইতে মদিনায় পাইতে নবীজির দিদার
দিয়েছো বার্তা তাঁদের কাছে মেহমান যারা মক্কা মদিনার।
জিয়ারতে যারাঁ যাচ্ছেন প্রিয় সোনার মক্কা মদিনায়
সালাম আমার পৌছে দিও নবীজিীর রওজায়।
প্রিয় নবীজির আগমনী গান সেই আরবের তমশায়
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলরে দুনিয়ায়।
গাহিলে তুমি আনমনে যেথা খুশির পরশ লাগলো সৃষ্টিকূলে
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে।
অন্ধকার এই ধুলির ধরায় ফুটলো মোহাম্মদ নামের ফুল
বক্ষে আমার কাবার ছবি চক্ষে মোহাম্মদ রসুল।
তোমার সুরের মূর্ছনায় কলকল করে নদী সাগরের পানি
নবী মোর পরশমণী নবী মোর সোনার খনি
লিখেছ আরবের মরুভূমির কথা মক্কা মদিনার পথ
যে পথ দিয়ে চলে যেতেন মোর নূর নবী হযরত।
সুরের মূর্চনায় গাহিলে শ্রষ্টার অপরুপ সৃষ্টি কাহিনী
এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি।
সারা জাহানে বার্তা দিলেন মোদের পরিচিতি
ধর্মের পথে শহিদ যাহারা আমরা সেই সে জাতী।
বদর উহুদ খন্দক যেখানে বাজে যুদ্ধের দামামা অনির্বাণ
বাজিজে দামামা লওরে আমামা শির উঁচু করি মুসলমান
রোজ হাসরে ভিক্ষা মাগিছো চাওনি তব হয় যেনো বিচার
বিচার চাহিনি, চাই কেবল দয়া তোমার অধম গোনাহগার।
যাবার কালে কহিয়া গিয়েছ তব চাওয়ার কিছু নাই
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।
কহিলে তুমি কাঙ্গালের বেশে,দেশের কথা ,সাম্যের কথা, দ্বীনের কথা
মনে পড়ে তোমায় হে প্রিয় , তোমা হীন এ ক্ষণে লাগে বড় ব্যাথা।
ঘুমিয়ে আছো মসজিদের পাশে সদা শুনছো মুয়াজ্বিনের আজান
তোমার তরে আল্লাহ করেন যেনো জান্নাতুল ফেরদাউস দান।