প্রত্যাশা পুরণের বাংলা কাগজ- মোহাম্ম্‌দ মুফিদুল গনি মাহতাব

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২২ | আপডেট: ৬:৪৮:অপরাহ্ণ, মার্চ ৫, ২০২২

প্রত্যাশা পুরণের বাংলা কাগজ

মোহাম্ম্‌দ মুফিদুল গনি মাহতাব

প্রত্যাশা পুরণের প্রতিশ্রুতিকে ধারন করে
তোমার সমৃদ্ধি আর সুকীর্তির ধ্বজা ধরে
তুমি নিরলস চষে বেড়াচ্ছো এ ধরার পরিমন্ডলে
তুমি সোনার বাংলা আর যুক্তরাজ্যের প্রত্যন্ত অঞ্চলে।
তুমি মরক্কোর আগাডিয়ারে কিংবা মারাকেশের জামালফেণায়
কখনও তুমি বারি আইল্যান্ডে কিংবা স্পেনের বার্সেলোনায়।
তুমি আইফেল টাওয়ারের সুষমামন্ডিত প্যারিস নগরে
তুমি মোদের বাংলা কাগজ বেচে থাকো পাঠকের অন্তরে।
তব পদচারনা স্থাপত্যের নিদর্শন ভাসমান নগরি ইতালির ভেনিসে
নিরন্তর এগিয়ে চলো তুমি ইউরোপ আমেরিকা আর স্বদেশে!
তোমার বিচরণ সার্থক সুন্দর হোক সুস্থ সাহিত্য,সাংবাদিকতায়
তুমি এগিয়ে যাও সফলতার সিড়ি বেয়ে আল্লাহপাকের করুণায়।