জগন্নাথপুরের মীরপুর ইউনিয়নে সড়ক বাতি লাগানো কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৩ | আপডেট: ১:০৯:অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৩

জগন্নাথপুর প্রতিনিধি –

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন কে শতভাগ সড়ক বাতির আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার বিকেলে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কে ৫০টি সড়ক বাতি স্টিকলাইট লাগানো হয়। স্হানীয় সরকার মন্ত্রনালয়ের পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের বাস্তবায়নে এ কার্যক্রম শুরু হয়। মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উপ পরিচালক মুহাম্মদ মশিউল আলম, বিশ্বনাথ উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা কিশোরী মোহন মন্ডল, সমাজকর্মী একরাম হোসেন জুয়েল , মীরপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য হাসনা হেনা প্রমুখ মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন জানান,মীরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড দিঘিরপাড় জামেমসজিদ ও পঞ্চায়েতি কবরস্থান সড়কে সড়ক বাতি লাগানোর মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে মীরপুর ইউনিয়নের সবকটি সড়কে শতভাগ সড়কবাতির আওতায় আনা হবে।

 

বিশ্বনাথ উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা কিশোরী মোহন মন্ডল বলেন, জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়েছে । প্রাথমিকভাবে প্রতিটি ইউনিয়নে ৫০ টি করে সড়ক বাতি লাগানো হবে ।