ফ্রান্সে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ৭:৩১ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৩ | আপডেট: ৭:৩১:পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৩

এনায়েত হোসেন সুহেল (ফ্রান্স ব্যুরো প্রধান) : ফ্রান্সে বসবাস করে বাংলাদেশ বিরোধী নানা গুজব, অপপ্রচার, জঙ্গিবাদে উস্কানিদাতা হিসেবে আখ্যায়িত করে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগ প্যারিসে ফ্রান্স আওয়ামীলীগের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীসহ প্রবাসী বাঙালীদের অংশগ্রহনে ২১ মার্চ প্যারিসের রিপাবলিক চত্বরে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি সুনাম উদ্দিন খালিক সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত উক্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অল ইউরোপীয়ান আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকি। বক্তব্য রাখেন হাসান সিরাজ,নুরুল আবেদিন, আশরাফুল ইসলাম,শাহজাহান শাহী ,আমিন খান হাজারী, মাহবুবুল হক কয়েছ প্রমুখ। এসময় বক্তারা পিনাকী ভট্রাচার্যসহ দেশবিরোধী একটি চক্র সুপরিকল্পিতভাবে জঙ্গিদের উস্কানি দিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার প্রয়াসে নিয়মিতভাবে নানা গুজব ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অবিযোগ করে এসব মিথ্যা বানোয়াট ও কল্পনাপ্রসূত অপপ্রচার সম্পর্কে সকলকে সজাগ থাকার আহবান জানান। তারা বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে পিনাকী ভট্রাচার্য ফ্রান্স থেকে বাংলাদেশ,বাংলাদেশ সরকার,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে যে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য প্রচার করছে সে বিষয়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে অবিহত করে পিনাকীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।