বিএনপি নয়, বিদেশে লবিস্ট নিয়োগ করেছে আ.লীগ: ফখরুল

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২ | আপডেট: ১২:২৮:অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)

বিএনপি দেশের ক্ষতি করার উদ্দেশ্যে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেছেন, ‘বিএনপি যা করে, তা দেশ ও গণতন্ত্রের স্বার্থে করে থাকে। বিএনপি বিদেশে কোনো লবিস্ট নিয়োগ করেনি। লবিস্ট নিয়োগ করেছে সরকারি দল আওয়ামী লীগ। বিএনপির বিরুদ্ধে অসত্য কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী।‘

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এর আগে সোমবার (২৪ জানুয়ারি) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা হয়। সভার সিদ্ধান্তগুলোর বিষয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।