
আনোয়ার হোসেইন (বার্মিংহাম) : যুক্তরাজ্য সফররত সিলেটের ওসমানী নগর বিশ্বনাথ (সিলেট-২) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মোহাম্মদ মুনতাসীর আলীর সমর্থনে যুক্তরাজ্যের বার্মিংহামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মী,কমিউনিটির নানা শীর্ষজন এবং ওসমানী নগর বিশ্বনাথ প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে ১৩ অক্টোবর বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ওসমানী নগর বিশ্বনাথ (সিলেট-২) আসনের প্রার্থী মোহাম্মদ মুনতাসীর আলী এলাকার উন্নয়নে জনগনের সেবায় তিনি প্রার্থী হয়েছেন বলে জানান। কমিউনিটি নেতা ও মসজিদে উসমানের চেয়ারম্যান আলহাজ্ব নুর মিয়ার সভাপতিত্বে ও খেলাফত মজলিস বার্মিংহামের সভাপতি মাওলানা আ ফ ম শুয়াইবের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মোহাম্মদ মুনতাসীর আলী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখা ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা কাগজের সেক্রেটারী খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা ক্বারী আব্দুল মুকিত আজাদ,যুক্তরাজ্য নর্থের সভাপতি মুফতি তাজুল ইসলাম,সহ-সভাপতি আলহাজ এনামুর রহমান,কবি মুফিদুল গনী মাহতাব প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ ওসমানী গরিব কল্যাণ ট্রাষ্টের সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ,বার্মিংহাম খেলাফত মজলিসের সহ-সভাপতি শায়েখ মুহাম্মদ মনির,ব্যারিষ্টার আ স ম সায়েম,যুক্তরাজ্য নর্থের সহ সভাপতি সৈয়দ কবির আহমদআল ইসলাম, মুফতি মুহিবুর রহমান,মাওলানা দিলওয়ার হুসাইন,মাওলানা আহমদ হুসাইন,মাওলানা আব্দুস শাকুর,মাওলানা সাইফ রহমান,মাওলানা ইউসুফ বিন আকিল,যুবনেতা নুফায়েস রাইয়ান, হাফেজ মাওলানা শাহেদ আহমদ, হাফেজ আনহারুজজামান,একাউন্টেন্টস তাজ উদ্দিন,সাবেক কাউন্সিলর আব্দুল খালিক,হাফেজ আনোয়ারুল হক,মাওলানা নুরুল ইসলাম,আলহাজ্ব তারেকুর রাজা চৌধুরী,আলহাজ্ব আব্দুস শহীদ প্রমূখ। উল্লেখ্য সিলেটের ওসমানী নগর বিশ্বনাথ (সিলেট-২) আসনে ইতিমধ্যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবীর,জামায়াতের প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন। আর সোমবার খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মোহাম্মদ মুনতাসীর আলী মতবিনিময় করলেন।