
মিজান রেজা চৌধুরী : মানবতার কল্যাণে কাজ করার ব্রতে জন্মভুমির অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত জনগোষ্টীর সহযোগিতায় প্রতিষ্ঠিত আহমেদ শফি ওরফানেস ট্রাষ্ট ইউকের উদ্যোগে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত এক ফান্ড রেইজিং অনুষ্টানে কমিউনিটির মানুষদের পক্ষ থেকে ৪০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি পাওয়া গেছে। বৃটিশ এমপি,লর্ড মেয়র,কাউন্সিলরসহ বার্মিংহামে বাঙালী কমিউনিটির নানা শীর্ষজনের উপস্থিতিতে গত ১১ অক্টোবর বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই ফান্ড রেইজিং অনুষ্ঠিত হয়। সিলেটের ওসমানীনগরের সিকন্দরপুরে ওরফানেজ হোমে দরিদ্র অসহায় শিশু কিশোরদের থাকা-খাওয়া-চিকিৎসা ও লেখাপড়ার যাবতীয় সুবিধার লক্ষ্যে অর্থ সংগ্রহের জন্য অনুষ্ঠিত উক্ত ফান্ড রেইজিং এ বিভিন্নজনের কাছ থেকে প্রায় চল্লিশ হাজার পাউন্ডের ফান্ড প্রদানের প্রতিশ্রæতি পাওয়া যায়। আহমেদ শফি ওরফানেস ট্রাষ্ট ইউকের ফাউন্ডার এবং ট্রাষ্ট্রী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও ট্রাষ্টি নাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ফান্ড রেইজিং এ স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব সিতু রশীদ কামাল।
আর বক্তব্য রাখেন বার্মিংহামের লর্ড মেয়র কাউন্সিলর জাফর ইকবাল,বৃটিশ এমপি ব্যরিষ্টার আইয়ুব খান,বার্মিংহাম সিটি কাউন্সিলের তিন বাঙালী কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই,সাদেক মিয়া শামসু ও মমতাজ হোসেইন। আলতাবুর রহমান,আজিজুর রহমান,সাজ্জাদুর রহমান,সুহেল মিয়া,হাফিজুর রহমান,ফখরুল রশীদ ও তাজবীর আহমেদ প্রমূখদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত ফান্ড রেইজিং এ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিঅন টিভি ইউকের প্রধান নির্বাহী ও আসন্ন সিটি কাউন্সিলের নির্বাচনে আষ্টন ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থি আব্দুল এম চৌধুরী সুমন,যমুনা টিভির রিয়াদ আহাদ,কমিউনিটি নেতা জরিদ মিয়া,বাংলা কাগজের উপদেষ্টা আলহাজ্ব এনামুর রহমান,লতিফিয়া ফুলতলী কমপ্লেক্রের চেয়ারম্যান মৌলানা কাদির আল হাসান প্রমূখ। এসময় তারা সামাজিক উন্নয়নে আহমেদ শফি ওরফানেস ট্রাষ্ট ইউকের নানা কার্যক্রমের ভ‚য়সী প্রশংসা করে নানাভাবে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
https://www.facebook.com/reel/24954732327496898