লেখক রোকসানা আক্তারের “নিজেরে করো জয়” বইয়ের প্রকাশনা উৎসব

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, মে ৫, ২০২৩ | আপডেট: ৯:১০:অপরাহ্ণ, মে ৫, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ

 

মৌলভীবাজার জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাই স্কুলের শিক্ষিকা রোকসানা আক্তারের বই “নিজেরে করো জয়” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধক্ষ্য দেবাশীষ দেবনাথ।

প্রকাশনা উৎসব সঞ্চালনা করেন মৌলভীবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. তারিকউজ্জামান ভূইঁয়া। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধক্ষ্য অধ্যপক ড. মো. ফজলুল আলী।

তাছাড়া, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান, লেখক, মৌলভীবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হালিম, সহকারী অধ্যাপক রোকসানা সুলতানা, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক আব্দুল মুমিত চৌধুরী, লেখক, গবেষক মহিদুর ইসলাম প্রমুখ।

প্রকাশনা উৎসবে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. শরিফুর রহমান, মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান পার্থ প্রতীম চক্রবর্তী।

এছাড়াও, দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক লোকমান মিয়া, স্কুল পরিচালনা কমিটির সদস্য ফাহিম আহমদ চৌধুরী, সৈয়দ বদরুল হক টিটু প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।