তারেক রহমানের শ্বশুড় মাহবুব আলীর খান ফাউন্ডেশনের চ্যারিটি স্বীকৃতি ; বার্মিংহামে সেলিব্রেশন পার্টি

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫ | আপডেট: ৫:২৯:অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫

লোকমান হোসেন কাজী : বৃটিশ চ্যারিটি সংগঠন হিসেবে অফিসিয়াল স্বীকৃতি পাওয়ায় সিলেটের কৃতি সন্তান সাবেক নৌ বাহিনী প্রধান রিয়াল এডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্মৃতি রক্ষার্থে গঠিত খান ফাউন্ডেশন ইউকে বৃটিশ চ্যারিটি সংগঠন হিসেবে অফিসিয়াল স্বীকৃতি পাওয়ায় যুক্তরাজ্যের বার্মিংহামে এক চ্যারিটি সেলিব্রেশন পার্টি অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শহর থেকে আসা সংগঠনের বিপুল সংখ্যাক সদস্যসহ কমিউনিটির নানাজনের উপস্থিতিতে বার্মিংহামের স্মলহীথের একটি রেষ্টুরেন্টে গত ২ নভেম্বর এই সেলিব্রেশন পার্টি অনুষ্ঠিত হয়। আলীমা খানের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন খান ফাউন্ডেশন ইউকের সভাপতি রুমেল খান আর যৌথভাবে সঞ্চালনা করেন দুলাল খান ও লিটন খান।

স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ খান পান্না। এছাড়া কোষাধ্যক্ষ আকমল খান ছাড়াও অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আলী আজগর খান,লিটন খান,লেলিন খান,সাইদ খান,শামিম আহমেদ,কামাল আহমদ,আয়েশা খান,নাবিহা খান,শ্বপন খান,ইপন খান,সবুজ খান প্রমূখ। এসময় সংগঠনের চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারীত আলোচনা ছাড়াও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও সকলের মতামত গ্রহণ করা হয়। সবশেষে মরহুম মাহবুব আলী খানের আত্মার মাগফেরতা কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য সাবেক ডাক ও টেলি যোগাযোগ আর কৃষিমন্ত্রী এবং নৌবাহিনী প্রধান সিলেটের কৃতি সন্তান রিয়াল এডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্বজন ও শুভাকাংখীরা আর্তমানবতার কল্যাণে কাজ করার ব্রতে খান ফাউন্ডেশন ইউকে প্রতিষ্টা করেছেন। মরহুম মাহবুব আলী খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী বেগম জোবায়দা রহমানের পিতা।

https://www.facebook.com/reel/808239958490675