জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার’র ঈদ স্মাইল প্রজেক্টের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩ | আপডেট: ৯:৫২:অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সেন্ট্রাল কমিটির অর্থায়নে ও জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার এর সার্বিক সহযোগিতায় ‘‘ঈদ স্মাইল প্রজেক্টের’’ আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১৯ এপ্রিল) নগরীর সাপ্লাইস্থ শাইনি স্টেপস স্কুল ক্যাম্পাসে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের ট্রেজারার আলী আহসান হাবীবের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণকালে স্বাগত বক্তব্য রাখেন-জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সাধারণ সম্পাদক প্রাক্তন পৌর কমিশনার আব্দুস সামাদ নজরুল। জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ধর্ম বিষয়ক সম্পাদক দেওয়ান মাসুদ রাজা চৌধুরীর পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাইনি স্টেপস এর উপাধ্যক্ষ হারুন অর রশীদ।

 

 

 

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহুরা জেসমিন, আফিকুর রহমান আফিক, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. শাহ আলম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ তোফায়েল আহমদ সেপুল, মেম্বারশীপ সেক্রেটারী এম এ মতিন, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন কবির, শিক্ষা বিষয়ক সম্পাদক কয়েস আহমদ সাগর, যুব বিষয়ক সম্পাদক আমিন তাহমিদ, আইডিয়াল ভিলেজ ইয়্যুথ সোসাইটি সিলেটের সভাপতি, সংগঠনের সদস্য মো. মোজাক্কির হোসাইন, নির্বাহী কমিটির সদস্য রোকসানা পারভীন, শেলি রানী দেব, হাবিবুর রহমান হাবিব, ফাতেমা বেগম রুবি, রুজিনা বেগম প্রমূখ। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সেন্ট্রাল কমিটির চেয়ারপার্সন ব্যারিষ্টার আতাউর রহমান, সেক্রেটারি ইঞ্জিনিয়ার খসরু খান, ট্রেজারার সালেহ আহমদ, চীফ চ্যারিটি কো-অর্ডিরেটর মো. মনছব আলী জেপী সহ সেন্ট্রাল কমিটি ও রিজিওনাল সকল সদস্যকে আর্থিক ধন্যবাদ ও কৃতজ্ঞা জানিয়েছেন জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সদস্যবৃন্দ। প্রতি বছরের ন্যায় আজকের এই ঈদ স্মাইল প্রজেক্টের খাদ্য সামগ্রী বিতরণ ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।