বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও শহীদ মিনারের দশ বছর পুর্তিতে বার্মিংহামে বিজয় মেলা অনুষ্টিত

প্রকাশিত: ৫:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২২ | আপডেট: ৫:২০:পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২২

আহমেদ সুহেল ঃ মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রবাসী সংগঠকদের সম্মাননাসহ নানা আয়োজনে বার্মিংহামে কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিজয় মেলা। প্রতিকুল আবহাওয়ার মধ্যেও বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও শহীদ মিনারের দশ বছর পুর্তিতে বিজয় মেলায় নারী শিশু কিশোরসহ প্রবাসী বাঙালীদের উপস্থিতি ছিলো উল্লেখ করার মতো। বিজয় মেলায় প্রবাসী সংগঠকের সম্মাননা পাওয়ারা বার্মিংহামে বহিঃবিশ্বের প্রথম বাংলাদেশী জাতীয় পতাকা উত্তোলনের জন্য বাংলাদেশ সরকারের স্বীকৃতি দাবী করেন। বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সভাপতি কামরুল হাসান চুনু ও সাধারণ সম্পাদক আব্দুল এম চৌধূরী সুমনের পরিচালনায় বিজয় মেলার আনুষ্টানিকতা শুরু হয় কেন্দ্রীয় শহীদ মিনারের পুস্পস্তবক অর্পন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে টিভি উপস্থাপক বুলবুল ও শামিমা বেগম মিতার সঞ্চালনায় শুরু হয় বিজয় মেলার মুল পর্ব। এসময় বিজয় মেলা উপলক্ষ্যে অনুষ্টিত শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা ছাড়াও সম্মাননা প্রদান করা হয় মুক্তিযোদ্ধা ও প্রবাসী সংগঠকদের। পরে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান। এতে সাংস্কৃতিক নানা পরিবেশনার পাশাপাশি বাংলাদেশের নানা ইতিহাস ঐতিহ্য কৃষ্টিকে তুলে ধরার প্রয়াসে ছিলো দেশীয় খাবার ও পণ্যের বেশ কটি ষ্টল। বর্ণিল নানা ব্যানার ফেষ্টুন লাইটিং দিয়ে সাজানো হয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের কার পার্কের পুরো এলাকাকেও। এছাড়া বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালী বিশেষ করে বার্মিংহাম তথা মিডল্যান্ডসের বাঙালীদের গুরুত্বপূণ ভূমিকা বিশেষ করে বহিঃবিশ্বের প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনসহ স্বাধীনতার পক্ষে জনমত গঠনে নানা আন্দোলন -ক্যাম্পেইন,অর্থ সংগ্রহ এমনকি কোচ ভাড়া করে ইউরোপের বিভিন্ন দেশে গিয়েও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করা প্রবাসী মুক্তিযোদ্ধা বাঙালীদের নানা তথ্য উপাত্ত নিয়ে একটি সংকলন প্রকাশ করা হয়। সবশেষে সুবর্ণ জয়ন্তীকে উদযাপন সফল হওয়ায় বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির পক্ষ থেকে বিজয় মেলা সংশ্লিষ্টদের ছাড়াও কমিউনিটির সকল মানুষদের ধন্যবাদ জানানো হয়। উল্লেখ্য বিজয় মেলার দিনব্যাপি অনুষ্টানামালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব নাসির আহমেদ,কমিউনটি নেতা মাহবুব আলম চৌধূরী মাখন,খসরু খান,এমদাদ হোসেন, ফিরোজ রববানী, ফয়জুর রহমান চৌধূরীএমবিই, জি,এম চৌধূরী যুবরাজ,ম,আ,কাদির,আব্দুল কাদির আবুল,শেখ খালিক উদ্দীন, ব্যারিস্টার শাম উদ্দিন,গুলজার আহমেদ ফয়ছল,রাসেল আহমেদ,এমদাদুর রহমান সুয়েজ,জুবের আলম,মাহমুদ আলী,হেলাল আহমেদ,কাজী লোকমান,কবির আহমদ,আবু এইচ চৌধূরী সুইট,সাংবাদিক রিয়াদ আহাদ,নূরুন চৌধূরী কলি,রাশিয়া খাতুন, সাইদা চৌধূরী প্রমূখ। উল্লেখ্য বিজয় মেলার মিডিয়া পার্টনার ছিলো বিঅনটিভি বাংলা কাগজ।