সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে সাংসদ সুলতান মনসুরের শোক

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, মে ১, ২০২২ | আপডেট: ৫:৫৫:অপরাহ্ণ, মে ১, ২০২২

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসনের সাংসদ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি,  সাবেক ভিপি ডাকসু,  বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির  সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ।

আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় সাবেক ডাকসুর ভিপি বলেন, ‘আবুল মাল আবদুল মুহিত ছিলেন একাধারে খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক ও ভাষাসৈনিক। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাঁর অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।’

উল্লেখ্য, আবুল মাল আবদুল মুহিত শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।