সিলেট বিভাগেও শ্রেষ্ঠ কুলাউড়া উপজেলা চেয়ারম্যান সলমান

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২২ | আপডেট: ৮:৩৩:অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২২
স্টাফ রিপোর্টারঃ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এ শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করা হয়।

ইতিপূর্বে তিনি মৌলভীবাজার জেলা পর্যায়ে জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সলমানকে বিভাগীয় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

সফি আহমদ সলমান কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছাড়াও শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান বলেন, মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হওয়ার পর সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হওয়ার গৌরবের অংশীদার কুলাউড়াবাসী। কুলাউড়াবাসীর ভালোবাসা আর সহযোগিতার ফল আমার এই অর্জন।

তিনি উপজেলার শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, শুধুমাত্র শ্রেষ্ঠত্ব অর্জন নয় আমি কুলাউড়া উপজেলার শিক্ষাকে আরও এগিয়ে নিতে চাই। এজন্য সকলের সহেযোগিতা কামনা করছি ।